কুড়িগ্রামে গ্লোবাল ডে অফ ক্লাইমেট একশন পালন
- আপডেট সময় : ৫৪ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে চরের নারীদের নিয়ে গ্লোবাল ডে অফ ক্লাইমেট একশন -২০২৫ পালন করা হয়েছে । আজ শনিবার দুপুরে জেলা সদরের যাত্রাপুর ইউনিয়নের ওয়াবদা বাঁধে মহিদেব এর জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন প্রকল্প এ কর্মসুচির আয়োজন করে । এসময় মানব বন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এতে বক্তব্য রাখেন যাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গফুর , দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক জিকা কমিটির সভাপতি শফি খাঁন , মহিদেব এর সিআইএ প্রকল্পের সমন্বয়কারী লুৎফর রহমান, প্রকল্প কর্মকর্তা রত্না রানী রায়,জলবায়ু কর্মী সাংবাদিক শ্যামল ভৌমিক, সাংবাদিক সুজন মোহন্ত প্রমুখ । বক্তারা গ্রীন হাউস গ্যাস নিঃসরন কমানো,নবায়ন যোগ্য জ্বালানী গ্রহন. জ্বালানী নীতিতে নারীদের অবস্থান সুদৃঢ় করা ,ন্যায্যতার ও ঐতিহাসিক দায়ের ভিত্তিতে জলবায়ু তহবিল বৃদ্ধি ও তাতে ভুক্তভোগী দেশগুলোর অভিগম্যতা সহজীকরণ এর দাবী জানান ।















