ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

কুমিল্লায় পুলিশ-শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে, আহত ৩০

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৪:১২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪ ১৪৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

দেশজুড়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ী এলাকায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে।

এর কিছুক্ষণ পর কোটা সংস্কার আন্দোলনকারী পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে শিক্ষার্থী, সাংবাদিক ও পুলিশসহ অন্তত ৩০ জন আহতের খবর পাওয়া গেছে।

দুপুরে কোটবাড়ি বিশ্বরোড এলাকার পশ্চিম পাশ থেকে বিশ্ববিদ্যালয়সহ আন্দোলনরত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পুলিশের দিকে ভুয়া ভুয়া স্লোগান দিতে দিতে সামনের দিকে অগ্রসর হতে থাকেন।

এসময় পুলিশ রাবার বুলেট, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেডসহ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এতে শিক্ষার্থী, সাংবাদিক ও পুলিশসহ অন্তত ৩০ জন আহত হন। থেমে থেমে প্রায় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে কোটবাড়ি এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোহাম্মদ আলমগীর ভূঁইয়া জাগো নিউজকে বলেন, কোটবাড়ি এলাকায় অবরোধের খবর পেয়ে পুলিশ সেখানে যায়। এসময় শিক্ষার্থীরা আমাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। শিক্ষার্থীদের ইটের আঘাতে আমাদের বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। বিস্তারিত পরে জানানো হবে।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুমিল্লায় পুলিশ-শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে, আহত ৩০

আপডেট সময় : ০৪:১২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪

 

দেশজুড়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ী এলাকায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে।

এর কিছুক্ষণ পর কোটা সংস্কার আন্দোলনকারী পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে শিক্ষার্থী, সাংবাদিক ও পুলিশসহ অন্তত ৩০ জন আহতের খবর পাওয়া গেছে।

দুপুরে কোটবাড়ি বিশ্বরোড এলাকার পশ্চিম পাশ থেকে বিশ্ববিদ্যালয়সহ আন্দোলনরত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পুলিশের দিকে ভুয়া ভুয়া স্লোগান দিতে দিতে সামনের দিকে অগ্রসর হতে থাকেন।

এসময় পুলিশ রাবার বুলেট, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেডসহ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এতে শিক্ষার্থী, সাংবাদিক ও পুলিশসহ অন্তত ৩০ জন আহত হন। থেমে থেমে প্রায় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে কোটবাড়ি এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোহাম্মদ আলমগীর ভূঁইয়া জাগো নিউজকে বলেন, কোটবাড়ি এলাকায় অবরোধের খবর পেয়ে পুলিশ সেখানে যায়। এসময় শিক্ষার্থীরা আমাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। শিক্ষার্থীদের ইটের আঘাতে আমাদের বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। বিস্তারিত পরে জানানো হবে।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়।