কুমিল্লায় স্কুল ছাত্রীকে ধর্ষণ ও হত্যার দায়ে যুবকের ফাঁসির রায়
- আপডেট সময় : ০৩:৩১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪ ২৩০ বার পড়া হয়েছে
তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও হত্যার দায়ে মোহাম্মদ আলী বাপ্পী নামের এক যুবককে মৃত্যুদন্ড দিয়েছেন কুমিল্লার আদালত। মঙ্গলবার (২রা এপ্রিল) বেলা সাড়ে ১১টায় নাগাদ কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ রায় দেন।
মৃত্যু দন্ডপ্রাপ্ত বাপ্পী কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার গজারিয়া গ্রামের মো. জাকারিয়ার ছেলে।
জানা যায়, ২০১৯ সালের ১৫ মার্চ কুমিল্লার চৌদ্দগ্রামের গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ৯ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা করে মোহাম্মদ আলী বাপ্পি (২১)।
১৬ মার্চ ডাকাতিয়া নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় মোহাম্মদ আলী বাপ্পিকে আটক করে জিজ্ঞাসাবাদকালে হত্যাকন্ডের কথা স্বীকার করে।
বিচারক রায়ে উল্লেখ করেন, মৃত্যু দন্ডপ্রাপ্ত আসামি মোহাম্মদ আলী বাপ্পিকে মৃত্যু না হওয়া পর্যন্ত গলায় ফাঁসির রুজুতে ঝুঁলিয়ে মৃত্যু কার্যকর করার নির্দেশ দেন।
এ রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষে নিযুক্তীয় স্পেশাল পিপি এডভোকেট প্রদীপ কুমার দত্ত ও এপিপি এডভোকেট মো. জাহাঙ্গীর আলম বলেন, আমরা আশা করছি উচ্চ আদালত উক্ত রায় বহাল রেখে দ্রুত কার্যকর করবেন।
আসামি পক্ষে নিযুক্তীয় বিজ্ঞ কৌশলী এডভোকেট মো. আতিকুল ইসলাম (আতিক) বলেন, এ রায়ে আসামিপক্ষ অসন্তুষ্ট ও ক্ষুদ্ধ। রায়ের কপি হাতে পেলে শীঘ্রই উচ্চ আদালতে আপীল করবো।