গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে গণমুক্তির সম্পাদক কন্যা শ্রাবন্তী

- আপডেট সময় : ১১৮৭ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট-এসএসসি-২০২৫ পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন দৈনিক গণমুক্তির সম্পাদক ও প্রকাশক এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেসের চেয়ারম্যান শাহাদাত হোসেন শাহীনের কন্যা ইসরাত জাহান শ্রাবন্তী। সে শরীয়তপুরের মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজে এবছর বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন।
গোল্ডেল জিপিএ-৫ পাওয়ায় ইসরাত জাহান শ্রাবন্তী’র স্কুল শিক্ষিকা মা লাভলী ইয়াসমিন বলেন, আমার মেয়ে এবার এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপি ৫ পেয়েছে। তার এই সাফল্যে আমি অত্যন্ত খুশি ও আনন্দিত। আমার মেয়ের এই সাফল্যের জন্য স্কুলের শিক্ষকদের অবদানকেও সম্মান জানাই। আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। আমার মেয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করে যেন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারে।
ইসরাত জাহান শ্রাবন্তী বলেন, আমার সাফল্যের কৃতিত্ব বাবা-মা, পরিবার এবং আমার শিক্ষকদের। সাথে ছিলো সকলের দোয়া এবং আমার পরিশ্রম। আমার স্বপ্ন অনেক দূর। আমার স্বপ্ন যদি কোনো দিন বাস্তবে পরিণত হয়, তাহলে আমি দেশের উন্নয়নে কাজ করবো।
ইসরাত জাহান শ্রাবন্তী পিএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছিল।