চট্টগ্রামে শিক্ষার্থী ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচি নগরজুড়ে উত্তেজনা

- আপডেট সময় : ১১:৫২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪ ২৩০ বার পড়া হয়েছে
চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের পাল্টা পাল্টি কর্মসূচি ঘোষণা করেছে। তাতে উত্তেজনা বিরাজ করছে। এটি শুধু নিউমার্কেট এলাকায় নয় পুরো চট্টগ্রাম শহরেই ছড়িয়ে পড়েছে।
পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার (৪ আগস্ট) ১১ টায় চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় তারা নিজ নিজ কর্মসূচি পালন করবে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কর্মকর্তারা জানিয়েছেন, যেকোনো ধরনের সংঘর্ষ এড়াতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে পেশাগতভাবে দায়িত্ব পালন করবেন।
সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানতে চাইলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম বলেন, আমরা সবকিছু পর্যবেক্ষণ করে আইনগত ব্যবস্থা নিচ্ছি।
এর আগে শনিবার সন্ধ্যায় চট্টগ্রামে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর বাসাসহ দলীয় কার্যালয়ে পর পর হামলা চালায় দুর্বৃত্তরা। এরপরই পুরো চট্টগ্রাম শহরে উত্তেজনা বিরাজ করছে।
চট্টগ্রামে বিএনপির শীর্ষ তিন নেতার বাসায় হামলা চালানো হয়। হামলা চলাকালীন সময়ে প্রত্যক্ষদর্শীরা অনেকেই এটাকে সাবেক সিটি মেয়র প্রয়াত মহিউদ্দিন গ্রুপ ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাসির গ্রুপের বলে দাবি করে। কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীরা এটাকে বিএনপি জামায়াতের কাজ বলে দাবি করেন।
নগরে হামলা ও পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় চারজন গুলিবিদ্ধ হন। একজন শহীদ নামে একজন মুদি দোকানি গুলিতে নিহত হন।