সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম নগরীর নন্দনকাননে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট
চট্টগ্রাম প্রতিনিধ
- আপডেট সময় : ১১:০১:১৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪ ২৬৯ বার পড়া হয়েছে
চট্টগ্রামের নন্দনকান এলাকায় রাইফেল ক্লাব ভবনে শনিবার (১৬ মার্চ) সন্ধ্যা ৭টা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভবনটিতে একটি ব্যাংকের শাখাসহ বিভিন্ন ইলেক্ট্রনিক্স সামগ্রীর দোকান রয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।
সন্ধ্যা সাতটায় আগুন লাগলেও এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ। তিনি বলেন, সন্ধ্যায় আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে আগ্রাবাদ, নন্দনকাননসহ আশেপাশের ফায়ার স্টেশনের ৬টি ইউনিট কাজ করছে।
অধিক পরিমাণ ধোঁয়া থাকায় আগুন নিভাতে বেগ পেতে হচ্ছে। আগুন নিয়ন্ত্রনে চেষ্টা চালিনো হচ্ছে। আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।