সংবাদ শিরোনাম ::
রাজবাড়ী বিআরটিএ অফিসে দুদকের অভিযান
চার দালাল’কে জিজ্ঞাসাবাদ করে সত্যতা পাওয়ায় পুলিশ হেফাযতে পাঠিয়েছে দু’দক

রাজবাড়ী প্রতিনিধি
- আপডেট সময় : ০১:৪২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫ ৭ বার পড়া হয়েছে

module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 5562; AI_Scene: (-1, -1); aec_lux: 369.60822; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
রাজবাড়ী বিআরটিএ অফিসে দুদকের অভিযানে চার দালাল’কে জিজ্ঞাসাবাদ করে অনিয়ম ও আর্থিক দূর্ণীতির সত্যতা পাওয়া গেছে।এসময় চারজনকে সদর থানায় হস্তান্তর করে দু’দক। ব্যবস্থা নিতে বিআরটিএ’কে দ্বায়িত্ব দওয়া হয়েছে। বুধবার দুপুরে রাজবাড়ী বিআরটিএ কার্যালয়ে দু’দক সদস্যরা গ্রাহক সেজে অনিয়মের সত্যতা খুজে পায়। এসসময় অভিযান পরিচালনা করে দু’দক চারজনকে আটক করে বিআরটিএ কার্যালয়ের মধ্যে জিঞ্জাসাবাদ করে।দীর্ঘ সাড়ে তিন ঘন্টা জিঞ্জাসাবাদ করে আটক চারজনের কাছে বিভিন্ন অংকের নগদ অর্থ পায় । আটক চারজন হলেন, আশিক খান এর কাছ থেকে ৩৩ হাজার ১ শো টাকা,সিল কন্টাকটর আকরামুজ্জামানের কাছ থেকে ২৫ হাজার ৮০ টাকা,লিয়াকত আলী’র কাছ থেকে ১৪ হাজার ৯৫০ টাকা ও বিভিন্ন গ্রাহকদের কাছ থেকে বিভিন্ন সুবিধা অর্জন ও মোটা অংকের ঘুষ দাবীর কারনে মুনসুর আলীর নামে একজনকে আটক করা হয়।যেসব লাইসেন্স গ্রহনকারী ড্রাইভিং লাইসেন্স পেতে বিআরটিএ অফিসে আসেন তাদের থেকে লিখিত, মৌখিক ও প্রাকটিক্যাল পরিক্ষায় পাশ করিয়ে দেওয়ার জন্য এসব টাকা গ্রহন করতেন তারা। বর্তমানে এ চাটজনকে সদর থানা হেফাযতে পাঠানো হয়েছে।অভিযুক্ত চার জনের বিরুদ্ধে বিআরটিএ কতৃপক্ষকে ব্যবস্থা গ্রহনের জন্য দ্বায়িত্ব প্রদান করেন দু’দক।বিআরটিএ’র কাছে তাদের প্রয়েজনীয় কাগজ পত্র চাওয়া হয়েছে। এসব কাগজ পত্র বিশ্লেষন করে কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করা হবে।কমিশন প্রতিবেদন পর্যালোচনা করে সিদ্ধান্ত মোতাবেক তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহন করবে বলে জানান দু’দক কতৃপক্ষ।
ফরিপুর অঞ্চলের দু’দক জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজ জানান,সারাদেশের ন্যায় আজ রাজবাড়ী বিআরটিএ অফিসে অভিযান পরিচালনা করা হয়।এসময় অফিসে দালালদের উপস্থিতি ও তাদের কাছে আর্থিক অনিয়ম পাওয়া যায়।তারা বিভিন্ন সেবা গ্রহিতাদের কাছ থেকে বিভিন্ন সময়ে অর্থের বিনিময়ে সেবা দিয়ে আসছিলো।আজ আমাদের টিমের সদস্যরা সেবা গ্রহিতা সেজে তাদের কাছ থেকে অনিয়ম পেয়ে চারজনকে আটক করে।পরে জিঞ্জাসাবাদে সত্যতা পাওয়া যায়।এসময় তাদের সদর থানায় হস্তান্তর করা হয়।আইনী ব্যবস্থা নিতে বিআরটিএ’ কে দ্বায়িত্ব প্রূান করা হয়েছে।উর্দ্ধতন কতৃপক্ষকে প্রতিবেদন পাঠিয়ে অবহিত করা হবে। কতৃপক্ষ প্রতিবেদন পেয়ে ব্যবস্থা নিবেন বলে জানান।