সংবাদ শিরোনাম ::
ছাত্রকে গুলি করা শিক্ষক সাময়িক বরখাস্ত

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ৫৮৪ বার পড়া হয়েছে
এম মনসুর আলী মেডিকেল কলেজের সেই শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্বাস্থ্য বিভাগ। রাষ্ট্রপতির আদেশক্রমে বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। কমিউনিটি মেডিসিন বিভাগের শিক্ষক ডা. রায়হান শরীফকে বরখাস্ত করে।
গত সোমবার বিকেলে ক্লাস চলাকালীন আরাফাত আমিন তমাল (২২) নামের এক শিক্ষার্থীকে গুলি করেন শিক্ষক শরীফ। ঘটনার পর অবৈধ অস্ত্র রাখার অপরাধে পুলিশ বাদী মামলা করার পাশাপাশি আহত শিক্ষার্থীর বাবা আরও একটি মামলা করেন। সেই মামলায় শরীফকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বর্তমানে তিনি জেল হাজতে রয়েছেন।