জনগণের শক্তির কাছে মাথানত করবে আওয়ামী লীগ: মির্জা ফখরুল
- আপডেট সময় : ১২:১২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪ ২২৮ বার পড়া হয়েছে
আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে রেহাই পেতে সাধারণ মানুষ কোথাও আশ্রয় খুঁজে পাচ্ছে না মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জ ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগকে জনগণের শক্তির কাছে মাথানত করতে হবে।
এক বিবৃতিতে তিনি এ হুঁশিয়ারি দেন। বিবৃতিতে গণতন্ত্র মঞ্চের সচিবালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জের অভিযোগ তুলে নিন্দা জানান।
বিবৃতিতে তিনি দাবি করেন, পুলিশের লাঠিচার্জে জোনায়েদ সাকিসহ গণতন্ত্র মঞ্চের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। ঘটনাস্থল থেকে একজন নেতাকে গ্রেফতার করে পুলিশ। এ ধরনের ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিৃতিতে ফখরুলের দাবি ৭ জানুয়ারি ডামি নির্বাচনের পর আওয়ামী শাসকগোষ্ঠী মানুষের ভোটের অধিকার ও গণতান্ত্রিক অধিকারগুলোকে ক্ষুন্ন করেছে। জনগণসহ বিরোধী দলগুলোর ওপর দমনপীড়ন চালাচ্ছে। তারই বহিঃপ্রকাশ গণতন্ত্র মঞ্চের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে পুলিশের হামলা।
বিবৃতিতে জোনায়েদ সাকিসহ আহতদের দ্রুত সুস্থতা কামনার পাশাপাশি গ্রেফতার নেতার অবিলম্বে নিঃশর্ত মুক্তির আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব।