জয়পুরহাটে অসময়ে টানা তিনদিনের বৃষ্টি, আমন-সবজির ক্ষতির আশঙ্কা
- আপডেট সময় : ৩০ বার পড়া হয়েছে
জয়পুরহাটে অসময়ে টানা তিনদিনের বৃষ্টি, আমন-সবজির ক্ষতির আশঙ্কা। টানা তিনদিনের হালকা ও মাঝারি বৃষ্টিপাতে জনজীবন বেশকিছুটা বিপর্যস্ত হয়ে পড়েছে। এ বৃষ্টির প্রভাবে বেশি দূর্বল হয়ে পড়েছে জেলার প্রান্তিক জনপদ।পূবের বাতাসে হেলে পড়েছে অনেক রোপা আমন ধান,আবার কিছু ধান পানিতে শুয়ে পড়েছে। ক্ষেতে পানি জমে নষ্ট হচ্ছে রবি মৌসুমের আগাম জাতের শাক-সবজি ও আলুর চারা।
স্থানীয় কৃষকরা জানান, সময়টায় ধান কাটার প্রস্তুতি থাকে পুরোদমে। কিন্তু, বৃষ্টি ও বাতাসে অনেক ধান ক্ষেতে হেলে পড়েছে। এতে আগাম ধান কাটা ও শুকানোর কাজ অনেটাই বাধাঁগ্রস্ত হচ্ছে। একি সথে যারা আগাম আলু ও শাক-সবজি রোপণ করেছিলেন তাদের ফসলের ক্ষেতেও দেখা দিয়েছে বেশ ক্ষতির আশঙ্কা। কারণ মাঠে জমে থাকা পানিতে পচে যেতে পারে চারা ।
জেলার জামালগঞ্জ গ্রামের কৃষক আব্দুল আলিম জানান, ‘ধান কাটার সময় বৃষ্টি আসায় বড় বিপদে আছি। ধান ক্ষেত ভিজে গেছে, ধান কাটতেও পারছি না। আবার আগাম কিছু আলু লাগিয়েছি সেগুলোও নষ্ট হয়ে যাচ্ছে।’
জেলার সদর উপজেলার গংগাদাসপুর গ্রামের কৃষক আবু মুসা জানান, ‘তিনদিনের বৃষ্টির ফলে আমরা ধান কাটতে পারছি না। ধান পড়ে গেছে আবার যারা কেটেছে তাদের ধান পানিতে তলিয়ে আছে উল্লেখ করে তিনি আরও জানান, ‘আগাম আলু লাগানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম সেটি অনেকটাই পিছিয়ে গেল। টানা বৃষ্টির কারণে আমরা আর আগাম আলু লাগাতে পারবো না।’
জয়পুরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবীদ সাদিকুল ইসলাম জানান, ‘এবার ৭২ হাজার হেক্টর জমিতে রোপা আমণ ধান চাষাবাদ করা হয়েছে। অসময়ের বৃষ্টিতে ধানসহ কিছু ফসলের ক্ষতি হয়েছে। তবে কী পরিমাণ ক্ষতি সাধন হয়েছে তা নিরূপণের কাজ চলছে।



















