সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে আ.লীগ নেতা রাহেল ইমাম গ্রেফতার
এম.এ.জলিল রানা, জয়পুরহাট
- আপডেট সময় : ৪৩৪ বার পড়া হয়েছে
জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউপি চেয়ারম্যান ও সোনামুখী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডিএম রাহেল ইমাম (৬৫)কে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
রোববার সন্ধ্যা ৬ টার দিকে তাকে জাফরপুর রেলস্টেশন এলাকা থেকে গ্রেফতার করে গোয়েন্দারা। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মইনুল ইসলাম এ তথ্য জানান।
গ্রেফতারকৃত ইউপি চেয়ারম্যান ডিএম রাহেল ইমাম সোনামুখী ইউনিয়নের টানা তিনবারের চেয়ারম্যান। এর আগে তিনি একই পরিষদের তিনবার সদস্যও ছিলেন।
রোববার সন্ধ্যায় জাফরপুর রেলস্টেশনে বসে তিনি আড্ডা দিচ্ছিলেন। এসময় ডিবির একটি দল সেখানে গিয়ে তাকে গ্রেফতার করে।
ডিবি এসআই আসাদুজ্জামান বলেন, সোনামুখী ইউপি চেয়ারম্যান ডিএম রাহেল ইমাম আক্কেলপুর থানার একটি মামলার আসামি। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
























