ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
সংবাদ শিরোনাম ::
Logo ধর্ষণ থেকে স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামী খুন, ঘাতক গ্রেপ্তার Logo ৯ কোটি টাকার দূর্নীতির অভিযুক্ত আসামী এখন ফেনী পোষ্ট অফিসের পরিদর্শক Logo নবীনগরে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত Logo ঠাকুরগাঁওয়ে ‘সরকার পাড়া সমাজ কল্যাণ পরিষদের’ সাধারণ সভা অনুষ্ঠিত Logo শতাধিক গাড়ি বহরে আনন্দ মিছিল Logo ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫ Logo নালিতাবাড়ীতে ধর্ষণ মামলা ধামাচাপা দিতে ধর্ষিতার বিরুদ্ধে চুরির মামলা! Logo বান্দরবানে শারদীয়া দুর্গোৎসব উদযাপনে সভা Logo লোহাগাড়ায় আ’লীগ সেক্রেটারীর বাবা পাচ্ছেন তিন কোটি টাকার খাসজমি Logo ভালুকায় বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২০

জলঢাকায় পূর্ব শত্রুতার জেরে বিষ প্রয়োগে পুকুরের মাছ নিধন

রবিউল ইসলাম রাজ, জলঢাকা (নীলফামারী)
  • আপডেট সময় : ৪৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারীর জলঢাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন, ফল গাছ নষ্ট, বসতবাড়িতে হামলা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। গত ২৮ আগষ্ট বিকেলে উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের নিজপাড়া (পূর্বপাড়া) নামক এলাকায় এ ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে ১০ জনের নাম উল্লেখ করে থানায় এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।এজাহার ও সরেজমিন সূত্রে জানা যায়, ওই এলাকার ওবায়দুল ইসলামের মেয়ে জেসমিন বেগমের সাথে জবায়দুল ইসলামের ছেলে আজিজুল ইসলামের পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে। গত ২৬ আগষ্ট জেসমিন বেগম বাদী হয়ে আদালতে একটা এমআর মামলা দায়ের করলে উভয়পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বিজ্ঞ আদালত আদেশ প্রদান করেন। উক্ত আদেশ অমান্য করে গত ২৮ আগষ্ট বিকেলে প্রতিপক্ষ আজিজুল ইসলাম গংরা পূর্ব পরিকল্পিত ভাবে জেসমিন বেগমের প্রায় ৪ যুগ ধরে ভোগদখলে থাকা একটি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেন এবং পুকুর পাড়ের গাছপালা ভেঙে ফল ছিঁড়ে জমি জবরদখলের চেষ্টা করেন বলে একটি ভিডিও ফুটেজে বিষয়টি উঠে এসেছে।ভুক্তভোগী জেসমিন বেগম বলেন, আজিজুল গংরা আমার ভোগদখলীয় পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরেছে। এরপর যে আমাদের টিউবওয়েলে বিষ প্রয়োগ করে আমাদের মারবে না তার গ্যারান্টি কি? তাদের অত্যাচারে আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। প্রতিপক্ষ আজিজুল ইসলাম বিষ প্রয়োগ বিষয় অস্বীকার করে বলেন, পুকুরের জায়গা আমাদের। আমরা ওই পুকুরে মাছের পোনা ছেরে দিয়েছি। ওরাই পুকুরে বিষ প্রয়োগ করে সব মাছ মেরেছে। জলঢাকা থানার অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন ঘটনা বিষয়ে জানান, এজাহারটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জলঢাকায় পূর্ব শত্রুতার জেরে বিষ প্রয়োগে পুকুরের মাছ নিধন

আপডেট সময় :

নীলফামারীর জলঢাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন, ফল গাছ নষ্ট, বসতবাড়িতে হামলা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। গত ২৮ আগষ্ট বিকেলে উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের নিজপাড়া (পূর্বপাড়া) নামক এলাকায় এ ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে ১০ জনের নাম উল্লেখ করে থানায় এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।এজাহার ও সরেজমিন সূত্রে জানা যায়, ওই এলাকার ওবায়দুল ইসলামের মেয়ে জেসমিন বেগমের সাথে জবায়দুল ইসলামের ছেলে আজিজুল ইসলামের পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে। গত ২৬ আগষ্ট জেসমিন বেগম বাদী হয়ে আদালতে একটা এমআর মামলা দায়ের করলে উভয়পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বিজ্ঞ আদালত আদেশ প্রদান করেন। উক্ত আদেশ অমান্য করে গত ২৮ আগষ্ট বিকেলে প্রতিপক্ষ আজিজুল ইসলাম গংরা পূর্ব পরিকল্পিত ভাবে জেসমিন বেগমের প্রায় ৪ যুগ ধরে ভোগদখলে থাকা একটি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেন এবং পুকুর পাড়ের গাছপালা ভেঙে ফল ছিঁড়ে জমি জবরদখলের চেষ্টা করেন বলে একটি ভিডিও ফুটেজে বিষয়টি উঠে এসেছে।ভুক্তভোগী জেসমিন বেগম বলেন, আজিজুল গংরা আমার ভোগদখলীয় পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরেছে। এরপর যে আমাদের টিউবওয়েলে বিষ প্রয়োগ করে আমাদের মারবে না তার গ্যারান্টি কি? তাদের অত্যাচারে আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। প্রতিপক্ষ আজিজুল ইসলাম বিষ প্রয়োগ বিষয় অস্বীকার করে বলেন, পুকুরের জায়গা আমাদের। আমরা ওই পুকুরে মাছের পোনা ছেরে দিয়েছি। ওরাই পুকুরে বিষ প্রয়োগ করে সব মাছ মেরেছে। জলঢাকা থানার অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন ঘটনা বিষয়ে জানান, এজাহারটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।