জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- আপডেট সময় : ১৫ বার পড়া হয়েছে
মৌলভীবাজার জেলার জুড়ীতে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। জুড়ী উপজেলা ছাত্রলীগের ব্যানারে গতকাল মঙ্গলবার সকাল ৭টা থেকে ৮টার মধ্যে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের কামিনীগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
জানা গেছে জুড়ী সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এ. আর. সাজেদ এর নেতৃত্বে হঠাৎ করেই কামিনীগঞ্জ বাজার এলাকায় ছাত্রলীগের ১০-১৫জন নেতাকর্মী ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ ‘অবৈধ ট্রাইবু্নাল মানি না মানবো না’ ইত্যাদি স্লোগান দিয়ে বাজারে বিক্ষোভ মিছিল দেন। মিছিলের ভিডিও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন নিজের ভেরাফাইড ফেইসবুকে পোস্ট করেছেন। মূলত এর পর থেকেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। একটি সূত্র জানায়, প্রভাবশালী একটি মহলের আশ্বাসে ছাত্রলীগ এই বিক্ষোভ মিছিল করার সাহস পেয়েছে।
নিষিদ্ধ সংগঠনের এই আকস্মিক মিছিলকে কেন্দ্র করে এলাকায় আলোচনার ঝড় উঠেছে। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ জনগণ। স্থানীয় রাজনীতিতে এ ঘটনাকে অনেকে জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পুনরুজ্জীবনের ইঙ্গিত বলে মনে করছেন।
এ ব্যাপারে জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুর্শেদুল আলম ভূইয়া জানান, মঙ্গলবার সকালে সবাই যখন ঘুমে ছিল তখনই ছাত্রলীগের ব্যানারে কয়েকজন মিলে একটি ঝটিকা মিছিল বের করে। খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে গিয়ে কাউকে খোঁজে পাইনি। আমরা জানতে পেরেছি তারা একটি গাড়িযোগে এসে কামিনীগঞ্জ বাজারে হঠাৎ এসে কয়েক মিনিটের মধ্যে ঝটিকা মিছিল দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। মিছিলে অংশগ্রহণকারী ছাত্রলীগ নেতাকর্মীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এদিকে, মিছিলের নেতৃত্বদানকারী সাবেক ছাত্রলীগ নেতা এ. আর. সাজেদ মিছিলের বিষয়টি নিশ্চিত করেছেন।




















