জেলা প্রশাসকের সাথে পাইকগাছা উপজেলা কর্মকর্তাদের মতবিনিময়
- আপডেট সময় : ০৫:৫৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪ ৯১ বার পড়া হয়েছে
খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সাথে পাইকগাছা উপজেলায় কর্মরত সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন’র সভাপতিত্ব করেন।
সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, ওসি মোঃ সবজেল হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, পল্লী বিদ্যুৎ ডিজিএম মোঃ ছিদ্দিকুর রহমান তালুকদার, কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ এসময় উপস্থিত ছিলেন।
সভায় যুক্ত হন, ইউপি চেয়ারম্যান আবু জাফর সিদ্দিকী রাজু, রিপন কুমার মন্ডল, গাজী আব্দুস সালাম কেরু,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাজাহান আলী শেখ, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, ফুড অফিসার মোঃ হাসিবুর রহমান।
সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান, সমবায় অফিসার হুমায়ুন কবির, জনস্বাস্থ্য উপ সহকারী প্রকৌশলী শাহাদাৎ হুসাইন, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, আইসিটি কর্মকর্তা মৃদুল কান্তি দাশ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দিন প্রমুখ।