ঝালকাঠি পূজা উদাযাপন কমিটি আওয়ামী লীগের মুক্ত রাখার আহ্বান

- আপডেট সময় : ৭৭ বার পড়া হয়েছে
ঝালকাঠি জেলা পূজা উদযাপন ফ্রন্টের কমিটিতে ঝালকাঠি পৌর আওয়ামীলীগ নেতা ও শহরের আওয়ামী সন্ত্রাসীদের চিহ্নিত দোসর মানষ দাস শিবুকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হচ্ছে। গুনজন উঠছে অভিযুক্ত মানষ দাস শিবু বিগত ১৭ বছর আওয়ামী সন্ত্রাসী ঝালকাঠিতে আমির হোসেন আমুর সেকেন্ড ইন কমান্ট ঝালকাঠি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন খান সুরুজ ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চিহ্নিত টেন্ডারবাজ রফিকুল ইসলাম নবীন এর সাথে যৌথভাবে টেন্ডারবাজি ও ঠিকাদারি ব্যবসা করেছেন।
এছাড়া ও উক্ত মানষ দাস শিবু ঝালকাঠি পৌর আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক আমির হোসেন আমুর ভোট চুরির মাধ্যমে নির্বাচিত পৌর কমিশনার একজন দাগী সন্ত্রাসী প্রণব কুমার নাথ ভানু এর শ্যালক। এদের আশ্রয় প্রশ্রয়ে মানষ দাস শিবু বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালায়। মানস দাস শিবু পুনরায় পুজা উদযাপন ফ্রন্ট বা বিএনপি’র কোন কমিটিতে প্রতিষ্ঠিত হয়ে পুনরায় টেন্ডারবাজি সহ সন্ত্রাসী কার্যক্রম চালানোর পাঁয়তারা চালাচ্ছে।
উক্ত মানষ দাস শিবুকে ঝালকাঠি জেলা পুজা উদযাপন ফ্রন্ট ও বিএনপির কোন কমিটির সদস্যপদ দানে বিরত থাকার জন্য বিষ্ণ চন্দ্র দর, সহ-সভাপতি, শহর বিএনপি, ঝালকাঠি জেলা, স্বপন দাস, স্বাধীন দাস, সুশান্ত কর্মকার জোর দাবী জানিয়েছে।