সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে ৪০ শিক্ষার্থীকে ড্রপসের শিক্ষা উপকরণ বিতরণ
শেরপুর প্রতিনিধি
- আপডেট সময় : ১০:২৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪ ২২১ বার পড়া হয়েছে
শেরপুর জেলায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে শেরপুরের ঝিনাইগাতীতে স্বেচ্ছাসেবী সংস্থা ড্রপসের সদস্যদের পড়ালেখায় উদ্বুদ্ধকরণ ও শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করেছে ৪০ জন শিক্ষার্থীদের মাঝে।
শুক্রবার (৩১মে) ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে আনুষ্ঠানিকভাবে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।ড্রপসের আয়োজনে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণের আগে অনুষ্ঠিত হয় মেধা যাচাই বাচায় পরীক্ষা।
ড্রপসের সভাপতি সার্জেন্ট শহিদুর রহমান (অবঃ) এর সভাপতিত্বে শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষায় উদ্বুদ্ধকরণ নিয়ে বক্তব্য রাখেন, ড্রপসের প্রতিষ্ঠাতা পরিচালক সেনা সদস্য শাহিন মিয়া বিএসপি (অবঃ),শিক্ষক হারুন অর রশিদ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল হাকিম,সমাজকর্মী আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।