ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

ঝিনাইগাতীতে ৫ গরুচোর গ্রেপ্তার

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর
  • আপডেট সময় : ০৪:৫৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪ ২৪৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

ঝিনাইগাতীতে এক ট্রাক চালকসহ গরুচোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তিতে টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানা এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া গরুগুলো উদ্ধার করতে সক্ষম। উদ্ধারকৃত গরুর মূল্য প্রায় সাড়ে ৫ লাখ টাকা।

শনিবার (১৮ মে) দুপুরে শেরপুর পুলিশ সুপার আকরাম হোসেন পিপিএম সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। গত ১২ মে দিবাগত রাতে ঝিনাইগাতী উপজেলার জরাকুড়া গ্রামের কৃষক মো. শাহজাহান মিয়ার ৫ টি গরু চুরি হয়।

এ ঘটনায় (১৪ মে) শাহজাহান মিয়া মামলা করেন। ১৭ মে রাতে ট্রাক ড্রাইভার মো. আঃ জলিল ওরফে ফকির হোসেনকে শেরপুর থেকে গ্রেপ্তার করে। তার স্বীকারোক্তিতে টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানা এলাকায় অভিযান চালিয়ে অপর ৪জন গরুচোরকে গ্রেপ্তার করে এবং চুরি যাওয়া গরুগুলো উদ্ধ করে।

পুলিশ সুপার জানান, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা গরুচোর চক্রের সদস্য। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক চুরি ও মাদক মামলা রয়েছে। এসময় ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক উপস্থিত ছিলেন।

গ্রেপ্তারকৃতরা গরুচোররা হচ্ছে, শেরপুর পৌর শহরের কসবা কাঠগড় এলাকার মো. আঃ জলিল ওরফে ফকির হোসেন (৩৪), টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানার কোকাদাইর এলাকার মহির উদ্দিন(৫০), আজিজুল ইসলাম(২৩), সাহিজুল ইসলাম(৩০) এবং খানুরবাড়ী এলাকার মো. মিনহাজ উদ্দিন (৩৫)

 

 

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঝিনাইগাতীতে ৫ গরুচোর গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:৫৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪

 

ঝিনাইগাতীতে এক ট্রাক চালকসহ গরুচোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তিতে টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানা এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া গরুগুলো উদ্ধার করতে সক্ষম। উদ্ধারকৃত গরুর মূল্য প্রায় সাড়ে ৫ লাখ টাকা।

শনিবার (১৮ মে) দুপুরে শেরপুর পুলিশ সুপার আকরাম হোসেন পিপিএম সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। গত ১২ মে দিবাগত রাতে ঝিনাইগাতী উপজেলার জরাকুড়া গ্রামের কৃষক মো. শাহজাহান মিয়ার ৫ টি গরু চুরি হয়।

এ ঘটনায় (১৪ মে) শাহজাহান মিয়া মামলা করেন। ১৭ মে রাতে ট্রাক ড্রাইভার মো. আঃ জলিল ওরফে ফকির হোসেনকে শেরপুর থেকে গ্রেপ্তার করে। তার স্বীকারোক্তিতে টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানা এলাকায় অভিযান চালিয়ে অপর ৪জন গরুচোরকে গ্রেপ্তার করে এবং চুরি যাওয়া গরুগুলো উদ্ধ করে।

পুলিশ সুপার জানান, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা গরুচোর চক্রের সদস্য। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক চুরি ও মাদক মামলা রয়েছে। এসময় ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক উপস্থিত ছিলেন।

গ্রেপ্তারকৃতরা গরুচোররা হচ্ছে, শেরপুর পৌর শহরের কসবা কাঠগড় এলাকার মো. আঃ জলিল ওরফে ফকির হোসেন (৩৪), টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানার কোকাদাইর এলাকার মহির উদ্দিন(৫০), আজিজুল ইসলাম(২৩), সাহিজুল ইসলাম(৩০) এবং খানুরবাড়ী এলাকার মো. মিনহাজ উদ্দিন (৩৫)