ডামুড্যায় নুরুদ্দিন অপুকে সমর্থন জানালেন ৩ শতাধিক আ.লীগের নেতাকর্মী
- আপডেট সময় : ২৭ বার পড়া হয়েছে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব ও শরীয়তপুর-৩ (ডামুড্যা-গোসাইরহাট-ভেদরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর ধানের শীষ প্রতীকের প্রতি সমর্থন জানিয়েছেন প্রায় তিন শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মী।
গত বুধবার ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাচ্চু মাদবরের বাড়িতে অনুষ্ঠিত এক বৈঠকে আওয়ামী লীগের নেতৃত্বে নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে অপুর প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেন।
এ সময় মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি অপু বলেন আগামীতে বিএনপি ক্ষমতায় এলে ৩১ দফা বাস্তবায়নে মাধ্যমে শরীয়তপুর উন্নয়নে কাজ করা হবে।
তিনি বলেন, ক্ষমতার লড়াই নয়, মানুষের অধিকার ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করাই আমার রাজনীতির মূল লক্ষ্য। সবাইকে সঙ্গে নিয়ে একটি অহিংস, শান্তিপূর্ণ ও উন্নত শরীয়তপুর গড়তে চাই। এই ঐক্যের মধ্য দিয়ে আমরা জনগণের আশা পূরণে আরও দৃঢ়ভাবে কাজ করতে পারব।
সমর্থন প্রকাশকালে আওয়ামীলীগ এর ডামুড্যা উপজেলার সাংগঠনিক সম্পাদক ও কনেশ্বর ইউনিয়নের চেয়ারম্যানসহ উপস্থিত ছিলেন ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রায় তিন শতাধিক নেতাকর্মী।

















