ডেমরার ভাঙ্গ প্রেস এলাকায় একটি কাপড়েরর গোডাউনে আগুন
- আপডেট সময় : ০৪:১৫:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪ ২৩৬ বার পড়া হয়েছে
ঢাকার যাত্রাবাড়ির পাশে ভাঙ্গা প্রেস এলাকায় একটি কাপড়ের গুদানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১০টি ইউনিট কাজ করছে। বৃহস্পতিবার রাত পৌনে ১২টায় আগুন লাগার পর একে একে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনা স্থলে ছুটে গিয়ে আগুন নেভানোর কাজে অংশ নেয়। কিন্তু আগুনের তীব্রতায় নিয়ন্ত্রণে সময় লাগছে।
ফায়ার সার্ভিস বলছে, আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পাবার অন্যতম কারণ হচ্ছে, আশপাশে পানির উৎস্য না থাকা। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে গোটা এলাকা। আগুনের তীব্রতায় জানালার কাচ বিস্ফোরিত হচ্ছে। এলাকাবাসীকে ভিড় না করে আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
ডেমরার ভাঙ্গা প্রেস এলাকার চারতলা একটি ভবনের তৃতীয় তলার কাপড়ের গোডাউনে আগুনের সূত্রপাত। এরপর আগুন ছড়িয়ে পড়ে দ্বিতীয় ও চতুর্থ তলায়। ক্রমেই বাড়তে থাকে আগুনের তীব্রতা।
ফায়ার সার্ভিসের ধারণা ভবনটিতে কোন দাহ্য পদার্থ থাকতে পারে। ফায়ার সার্ভিস কর্মীরা এক দিকে আগুন নেভানোর চেষ্টা করছে তো অপর দিকে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠছে। কোনোভাবেই নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে।
রাত সাড়ে ১১টায় ফায়ার সার্ভিস আগুনের খবর জানায় এবং পৌনে ১২টায় প্রথম ইউনিট পৌঁছায়। এরপর আগুনের তদীব্রতার কারণে পর পর ১০টি ইউনিটি আগুন নেভানোর কাজে অংশ নেয়। আগান লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।