ঢাকায় সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠক
- আপডেট সময় : ১১:১৪:১২ পূর্বাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪ ২২৬ বার পড়া হয়েছে
সৌদি আরবে শুরু মাহে রমজান
সৌদি আরবে শুরু হলো মাহে রমজান। রোববার সেখানে রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় আনুষ্ঠানিকভাবে চলতি বছরের রোজা শুরু হয়েছে। সৌদি আরবের একদিন পরই বাংলাদেশে রোজা শুরু হয়। সে অনুযায়ী আগামীকাল (১২ মার্চ) বাংলাদেশে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান।
সারা বিশ্বের প্রায় ১৮০ কোটি মুসলমান রমজান মাসটি সিয়াম সাধনা ও ইবাদতে কাটান। এ মাসেই মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর ওপর কুরআন শরীফ নাজিল হয়। রমজান মাসে রোজা রাখা ইসলাম ধর্মের ৫টি মূল ভিত্তির অন্যতম এবং সব স্বাস্থ্যবান মুসলিমের জন্য রোজা রাখা ফরজ। হাজার বছর ধরে সারা বিশ্বের মুসলমানরা সন্ধ্যার আকাশে চাঁদ দেখে রমজান মাসের শুরু এবং ২ ঈদের দিন সম্পর্কে নিশ্চিত হন।
সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির সভা
পবিত্র রমজান মাসের তারিখ নির্ধারণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সোমবার (১১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান।
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করছে ইসলামিক ফাউন্ডেশন।
টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬, ০২-৪১০৫০৯১৭ এবং ফ্যাক্স নম্বর: ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।
ইলামী ফাউণ্ডেশন জানিয়েছে, আজ চাঁদ দেখা না গেলে মঙ্গলবার (১২ মার্চ) শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। ফলে রমজান মাস গণনা শুরু হবে বুধবার (১৩ মার্চ) থেকে। এক্ষেত্রে মঙ্গলবার এশার নামাজের পর তারাবির নামাজের মধ্য দিয়ে রোজার মাস শুরু করবেন।
বেশির ভাগ ক্ষেত্রে দেখা গেছে, সৌদি আরবের একদিন পরই বাংলাদেশে রোজা ও ঈদ শুরু হয়। গতকাল রোববার (১০ মার্চ) সৌদি আরবে চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে সোমবার থেকে শুরু হয়েছে রোজা। বাংলাদেশে মঙ্গলবার (১২ মার্চ) রোজা শুরুর সম্ভাবনাই বেশি।