তাপমাত্রা ৪০.২ ডিগ্রি, তাপপ্রবাহে পুড়ছে ৭ বিভাগ
- আপডেট সময় : ০৯:৩৪:২৩ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪ ১৯৭ বার পড়া হয়েছে
চৈত্রের তাপপ্রবাহের পারদ চড়বে এমন আবাস আগেই দিয়েছিলেন আবহাওয়া বিজ্ঞানিরা। চৈত্র পেরিয়ে বৈশাখে গড়াতেই পারদ ওঠলো ৪০.২ ডিগ্রিতে।
পহেলা বৈশাখে খড়তাপে পুড়েই প্রাণের উৎসবে মিলিত হয়েছিলো হাজারো মানুষ। বৈশাখের দ্বিতীয় দিনে এসে তাপপ্রবাহের যে আভাস দিল হাওয়া অফিস তা রীতিমত দুঃস্বপ্ন।
এদিনের তাপমাত্রা আরও কিছুটা বেড়ে তাপপ্রবাহের বিস্তার সাত বিভাগ জুড়ে। সেই সঙ্গে সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পেরিয়েছে। মঙ্গলবারের পূর্বাভাস রয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় ঝড়-বৃষ্টির।
তীব্র গরমে শ্রমজীবী মানুষের দুর্ভোগের সীমা নেই। মনে হচ্ছে ঢাকার বুকে লু-হাওয়া বইছে। পাখার বাতাসেও মিলছে না স্বস্তি।
সোমবার (১৫ এপ্রিল) বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পটুয়াখালীর খেপুপাড়ায়। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আগারগাঁও আবহাওয়া অফিসের মুহাম্মদ আবুল কালাম মল্লিক সংবাদমাধ্যমকে জানান, সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলেও জানান।