ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

দাগনভূঞা আতাতুর্ক স্কুল থেকেই মেডিকেলে সুযোগ পেল ৭ জন

শাখাওয়াত হোসেন টিপু, দাগনভূঞা
  • আপডেট সময় : ১২:৩৮:১৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫ ৯৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দাগনভূঞা আতাতুর্ক সরকারি মডেল হাইস্কুল থেকে এ বছর একসঙ্গে ৭ শিক্ষার্থী মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। গত রবিবার ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মেডিক্যাল কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর এ তথ্য জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। তবে সব শিক্ষার্থীর তথ্য পেলে সংখ্যাটি আরও বাড়তে পারে বলে আশা করছেন তারা।
প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মুহাম্মদ এনায়েত উল্যাহ বলেন, আমরা এখন পর্যন্ত ৭ জনের তথ্য পেয়েছি। তারা সবাই বিভিন্ন মেডিক্যাল কলেজে চান্স পেয়েছে। এর বাইরে আরও থাকতে পারে, আমরা এখনও তাদের তথ্য পাইনি।’ তিনি এক প্রশ্নের জবাবে বলেন, আমি আমাদের শিক্ষার্থীদের কাছে প্রত্যাশা করি, তারা যেন মানবিক ডাক্তার হয়। ডাক্তার হয়ে যেন তারা অসহায়দের সেবা করে।

ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীরা হলেন- তাসিন তাসফিয়া (চট্টগ্রাম মেডিক্যাল কলেজ), তানহা তাবাসসুম (সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ), নাফিসা আনজুম (কুমিল্লা মেডিক্যাল কলেজ), সানজানা জিনতি (বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ), হাসনাইন আহমেদ (কুমিল্লা মেডিক্যাল কলেজ), রাহমী (ঝিনাইদহ মেডিক্যাল কলেজ), ফারিহা মেহজাবিন (ফরিদপুর মেডিক্যাল কলেজ)। প্রতি বছর এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিপুলসংখ্যক শিক্ষার্থী মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেয়ে আসছে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দাগনভূঞা আতাতুর্ক স্কুল থেকেই মেডিকেলে সুযোগ পেল ৭ জন

আপডেট সময় : ১২:৩৮:১৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

দাগনভূঞা আতাতুর্ক সরকারি মডেল হাইস্কুল থেকে এ বছর একসঙ্গে ৭ শিক্ষার্থী মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। গত রবিবার ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মেডিক্যাল কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর এ তথ্য জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। তবে সব শিক্ষার্থীর তথ্য পেলে সংখ্যাটি আরও বাড়তে পারে বলে আশা করছেন তারা।
প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মুহাম্মদ এনায়েত উল্যাহ বলেন, আমরা এখন পর্যন্ত ৭ জনের তথ্য পেয়েছি। তারা সবাই বিভিন্ন মেডিক্যাল কলেজে চান্স পেয়েছে। এর বাইরে আরও থাকতে পারে, আমরা এখনও তাদের তথ্য পাইনি।’ তিনি এক প্রশ্নের জবাবে বলেন, আমি আমাদের শিক্ষার্থীদের কাছে প্রত্যাশা করি, তারা যেন মানবিক ডাক্তার হয়। ডাক্তার হয়ে যেন তারা অসহায়দের সেবা করে।

ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীরা হলেন- তাসিন তাসফিয়া (চট্টগ্রাম মেডিক্যাল কলেজ), তানহা তাবাসসুম (সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ), নাফিসা আনজুম (কুমিল্লা মেডিক্যাল কলেজ), সানজানা জিনতি (বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ), হাসনাইন আহমেদ (কুমিল্লা মেডিক্যাল কলেজ), রাহমী (ঝিনাইদহ মেডিক্যাল কলেজ), ফারিহা মেহজাবিন (ফরিদপুর মেডিক্যাল কলেজ)। প্রতি বছর এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিপুলসংখ্যক শিক্ষার্থী মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেয়ে আসছে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।