দিনাজপুরে জাতীয় কৃমি সপ্তাহ পালন

- আপডেট সময় : ৪০০ বার পড়া হয়েছে
দিনাজপুরে সদর উপজেলা পুলহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট খাইয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুরের ডেপুটি সিভিল সার্জন ডা. শাহ মুহাম্মদ শরীফ।
বৃহস্পতিবার (২৩ মে) কর্মসূচীর অংশ হিসেবে জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ পালন উপলক্ষে প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর ডেপুটি সিভিল সার্জন বক্তব্যে বলেন, শিশুদের মেধার বিকাশ ঘটাতে প্রতিটি অভিভাবককে নিজের সন্তানের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
সুস্বাস্থ্যের জন্য নিজেকে সুস্থ রাখতে ৫ থেকে ১৬ বছর পর্যন্ত শিক্ষার্থীদের বছরে অন্তত দুইবার কৃমি নাশক ট্যাবলেট খেতে হবে।
পুলহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নাজমা খাতুন ছাড়াও বক্তব্য রাখেন সন্মানিত অতিথি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, রাখেন সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম।
এই সময় উপস্থিত ছিলেন পুলহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গভর্নিং কমিটির সভাপতি রনজিৎ দাস, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আফরোজ জেসমিন, সদর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আরিফুর রহমান খান, সিভিল সার্জন অফিসের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ নুরুল ইসলাম প্রমুখ।