নরসিংদীতে জমি সংক্রান্ত বিরোধের জের, দুই ভাইকে কুপিয়ে হত্যা
- আপডেট সময় : ২৩ বার পড়া হয়েছে
জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকেরা দুই ভাইকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের চরসুবুদ্ধি গ্রামে। নিহতরা হলো- আবু তাহের এর পুত্র ফুরা মিয়া (৩২) ও তার ছোট ভাই শাকিল মিয়া (১৯)। পুলিশ ও এলাকাবাসী জানায় ওই গ্রামের আব্দুল আউয়ার এর সাথে তার ভাতিজা ফুরা মিয়া ও শাকিল মিয়ার সাথে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিষয়ে চরম বিরোধ চলে আসছিল। এরই জের হিসেবে ঘটনার দিন সকালে উভয়ের মধ্যে প্রথমে কথাকাটাকাটির এক পর্যায়ে এক রক্তক্ষয়ী সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় আব্দুল আউয়াল এর ছেলে শিপন ও রিপনসহ ১০/১২ জন দা, লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে ফোরা মিয়া ও শাকিল মিয়ার উপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারিভাবে কুপিয়ে মারাত্বক রক্তাক্ত জখম করে। এ সময় ফোরা মিয়ার স্ত্রী মনিরা বেগম স্বামীকে বাঁচাতে এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাকেও কুপিয়ে আহত করে। পরে তাদের আত্মীয়স্বজনরা আহতদেরকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার ফোরা মিয়া ও শাকিল মিয়াকে মৃত বলে ঘোষণা করে। বর্তমানে ফোরা মিয়ার স্ত্রী চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা আশংকা জনক।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: ফরিদা গুলশান আরা জানান, বেলা পৌনে একটার দিকে আহতদের হাসপাতালে নিয়ে আসলে আমরা ফুরা মিয়া ও শাকিল মিয়া নামে দুই জনকে মৃত ঘোষণা করি। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে নরসিংদী পুলিশ সুপার মো: মেনহাজুল আলম পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শনে আছি। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। ঘটনার বিস্তারিত জেনে পরে জানানো হবে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল মাহমুদ জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি আহতদেরকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেছে। সেখানে দুই ভাই মারা যায়। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।




















