নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় সমন্বয় বৈঠক অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:১৬:২৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪ ২৮৯ বার পড়া হয়েছে
নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নাটোর জেলা প্রশাসক আবু নাছের ভুঁঞার সভাপতিত্বে সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ মার্চ) বেলা সাড়ে ১২টা নাগাদ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আবু নাছের ভুঁঞার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ক্রিশিয়ান এইড, মানুষের জন্য ফাউন্ডেশন, উইকেন বাংলাদেশ’র সহযোগিতায় লাস্টার ও নিডা সোসাইটির সহযোগিতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় ইসিসেফ প্রকল্পের জেলা সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপারের প্রতিনিধি পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল জব্বার সরকার উপপরিচালক মোঃ ওয়ালিউল হাসান, জেলা লিগ্যাল এইড অফিসার ইসমত আরা তুসি, সিভিল সার্জন এর প্রতিনিধি ডাক্তার মোঃ রাসেল।
এছাড়া উপ -পরিচালক জেলা সমাজসেবা অফিসার মো. মোস্তাফিজুর রহমান, উপ পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মোঃ আব্দুল ওয়াদুদ, উপ-পরিচালক জেলা প্রাণিসম্পদ দপ্তর ডাক্তার মোঃ মোস্তাফিজুর রহমান, উপ-পরিচালক (অঃদাঃ) মহিলা বিষয়ক অধিদপ্তর শারমিন শাপলা।
নাটোর জেলার সাত উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, লাশটা নির্বাহী পরিচালক মোঃ হাসানুজ্জামান এবং নিডা সোসাইটি নির্বাহী পরিচালক জাহানারা বিউটি, পরিচালক প্রোগ্রামার নিডা সোসাইটি নাটোর মোঃ জিল্লুর রহমান ছাড়াও এনজিও প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার উপরে আলোচনা করেন।