ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫

নাটোরে মানবাধিকার চর্চায় অ্যাডভোকেসী সভা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:১০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ ৩২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
 নাটোরে মানবাধিকার চর্চায় অ্যাডভোকেসী সভা অনুষ্ঠি সোমবার ২৪ মার্চ দুপুরে দিঘাপতিয়া নিডা সোসাইটি হলরুমে নির্বাহী পরিচালক অনির্বাণ ও কনভেনার এইচ আর ডি এন নাটোর সভাপতি প্রভাতী রানী বসাকের সভাপতিত্বে  হিউম্যান রাইটস ডিফেন্ডারস নেটওয়ার্ক জেলা অ‍্যাডভোকেসী  সভা করা হয়েছে।
 সবায় নিডা সোসাইটি এবং জেলা হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক এর সহযোগিতায় নিডা সোসাইটি নির্বাহী পরিচালক জাহানারা বিউটির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী, প্রধান অতিথি বক্তব্যে বলেন একটা মানবাধিকার নিয়ে চিন্তা করি তাহলে বিষয়টা দাঁড়াবে এ রকম আমি মানুষ, মানুষ হিসাবে আমি যে অধিকারগুলো প্রাপ্য সেটা আমার দরকার সেটাই হলো মানবাধিকার। আমি মানুষ হিসেবে আমার দরকার, আমি মানুষ হিসেবে জঙ্গলে থাকতে পারব না আমার একটা ঘর দরকার,সেই ঘরের একটা নিরাপত্তার  প্রয়োজন, আমাকে যেহেতু আল্লাহতালা  আমাকে দুটো হাত,দুটো পা,দিয়েছেন এবং আমার খাদ্য পূরণের জন্য একটা পেটোও দিয়েছেন, বিশেষ করে এটার জন্য আমাকে রাস্তায় বের হতে হবে সুতরাং সে  রাস্তায়ও আমার নিরাপত্তার প্রয়োজন। সেখানেও মানবাধিকার লঙ্ঘন অনেক চিন্তা করে দেখলাম মানবাধিকার লংঘন নিয়ে কথা বলি কিন্তু মানবাধিকার চর্চা কি ভাবে হবে সেটা নিয়ে আমরা কথা বলি না। কারণ হচ্ছে কথা দিয়ে সভা সমিতি মানববন্ধন করে হবে না। এটা হচ্ছে প্রত্যেকটা ব্যক্তির নিজস্ব চর্চা যেমন আমি একজন ব্যক্তি হিসেবে যে চর্চা করব আপনিও ব্যক্তি হিসাবে সে আরেকটা চর্চা করবেন এভাবে ধিকে ধিকে মানুষের সকলের নিজস্ব চর্চার মাধ্যমে মানবাধিকার চর্চা হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমন্বয়কারী এম এস এফ ঢাকা টিপু সুলতান,  বিশেষ অতিথি শিক্ষা স্বাস্থ্য  সিভিল  সার্জন অফিস   কর্মকর্তা  শফিকুল ফেরদৌস, বিশেষ অতিথি মহিলা বিষয়ক অধিদপ্তর নাটোর উপ-পরিচালক নিলা হাফিয়া। সভায় বক্তব্য রাখেন স্টিয়ারিং সদস্য এইচ  আর ডি নেটওয়ার্ক ও দীঘাপতিয়া এম কে কলেজ সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক. সদস্য এইচ আর ডি নেটওয়ার্ক ও সাংবাদিক কামাল মৃধা, নিডা সোসাইটি প্রোগ্রামার জিল্লুর রহমান, উত্তরণ উন্নয়ন সংস্থা নির্বাহী পরিচালক ফারুক আহমেদ, নিডা সোসাইটি প্রশিক্ষণ প্রোগ্রাম আলিয়া পারভীন, অবঃ অধ্যক্ষ অলোক মৈএ, শিক্ষক বিভাষ চন্দ্র, মহিলা পরিষদ শ্যামা বসাক ও আদিবাসী নরেশ ওড়াও সহ আরো অনেকে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নাটোরে মানবাধিকার চর্চায় অ্যাডভোকেসী সভা

আপডেট সময় : ০৩:১০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
 নাটোরে মানবাধিকার চর্চায় অ্যাডভোকেসী সভা অনুষ্ঠি সোমবার ২৪ মার্চ দুপুরে দিঘাপতিয়া নিডা সোসাইটি হলরুমে নির্বাহী পরিচালক অনির্বাণ ও কনভেনার এইচ আর ডি এন নাটোর সভাপতি প্রভাতী রানী বসাকের সভাপতিত্বে  হিউম্যান রাইটস ডিফেন্ডারস নেটওয়ার্ক জেলা অ‍্যাডভোকেসী  সভা করা হয়েছে।
 সবায় নিডা সোসাইটি এবং জেলা হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক এর সহযোগিতায় নিডা সোসাইটি নির্বাহী পরিচালক জাহানারা বিউটির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী, প্রধান অতিথি বক্তব্যে বলেন একটা মানবাধিকার নিয়ে চিন্তা করি তাহলে বিষয়টা দাঁড়াবে এ রকম আমি মানুষ, মানুষ হিসাবে আমি যে অধিকারগুলো প্রাপ্য সেটা আমার দরকার সেটাই হলো মানবাধিকার। আমি মানুষ হিসেবে আমার দরকার, আমি মানুষ হিসেবে জঙ্গলে থাকতে পারব না আমার একটা ঘর দরকার,সেই ঘরের একটা নিরাপত্তার  প্রয়োজন, আমাকে যেহেতু আল্লাহতালা  আমাকে দুটো হাত,দুটো পা,দিয়েছেন এবং আমার খাদ্য পূরণের জন্য একটা পেটোও দিয়েছেন, বিশেষ করে এটার জন্য আমাকে রাস্তায় বের হতে হবে সুতরাং সে  রাস্তায়ও আমার নিরাপত্তার প্রয়োজন। সেখানেও মানবাধিকার লঙ্ঘন অনেক চিন্তা করে দেখলাম মানবাধিকার লংঘন নিয়ে কথা বলি কিন্তু মানবাধিকার চর্চা কি ভাবে হবে সেটা নিয়ে আমরা কথা বলি না। কারণ হচ্ছে কথা দিয়ে সভা সমিতি মানববন্ধন করে হবে না। এটা হচ্ছে প্রত্যেকটা ব্যক্তির নিজস্ব চর্চা যেমন আমি একজন ব্যক্তি হিসেবে যে চর্চা করব আপনিও ব্যক্তি হিসাবে সে আরেকটা চর্চা করবেন এভাবে ধিকে ধিকে মানুষের সকলের নিজস্ব চর্চার মাধ্যমে মানবাধিকার চর্চা হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমন্বয়কারী এম এস এফ ঢাকা টিপু সুলতান,  বিশেষ অতিথি শিক্ষা স্বাস্থ্য  সিভিল  সার্জন অফিস   কর্মকর্তা  শফিকুল ফেরদৌস, বিশেষ অতিথি মহিলা বিষয়ক অধিদপ্তর নাটোর উপ-পরিচালক নিলা হাফিয়া। সভায় বক্তব্য রাখেন স্টিয়ারিং সদস্য এইচ  আর ডি নেটওয়ার্ক ও দীঘাপতিয়া এম কে কলেজ সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক. সদস্য এইচ আর ডি নেটওয়ার্ক ও সাংবাদিক কামাল মৃধা, নিডা সোসাইটি প্রোগ্রামার জিল্লুর রহমান, উত্তরণ উন্নয়ন সংস্থা নির্বাহী পরিচালক ফারুক আহমেদ, নিডা সোসাইটি প্রশিক্ষণ প্রোগ্রাম আলিয়া পারভীন, অবঃ অধ্যক্ষ অলোক মৈএ, শিক্ষক বিভাষ চন্দ্র, মহিলা পরিষদ শ্যামা বসাক ও আদিবাসী নরেশ ওড়াও সহ আরো অনেকে।