নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা ভবনে অভিযান
- আপডেট সময় : ০৪:০২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪ ১৭৩ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা ভবনে অভিযান চালাচ্ছে অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।
মঙ্গলবার (২ জুলাই) দুপুর থেকে অভিযান শুরু করে গোয়েন্দারা। এর আগে সকাল থেকে জঙ্গি আস্তানা সন্দেহে নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকায় চারতলা একটি ভবনে অভিযান চালাচ্ছে অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।
নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি) হাবিবুর রহমান
অভিযান শুরুর তথ্য জানান। এখনও কাউকে আটক করার তথ্য আমরা পাইনি। অভিযান শেষে বিস্তারিত বলা যাবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জঙ্গি সন্দেহে অভিযান চালানো ভবনের মালিক সৌদিপ্রবাসী জাকির মিয়া।
পুলিশ জানায়, সোমবার (১ জুলাই) রাতে কক্সবাজার থেকে এক নারী জঙ্গিকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে এটিইউর একটি দল নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে চারতলা ভবনটি ঘেরাও করে অভিযান পরিচালনা করছে। অভিযানের নেতৃত্বে রয়েছেন এটিইউর পুলিশ সুপার (অপারেশনস) মোহাম্মদ ছানোয়ার হোসেন।