নিউরোসায়েন্স হাসপাতালে আহতদের পাশে প্রধান উপদেষ্টা

- আপডেট সময় : ০১:৪৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪ ২১০ বার পড়া হয়েছে
ঢাকার আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শনিবার (৭ সেপ্টেম্বর) গত জুলাই-আগস্টে ছাত্র অভ্যুত্থানে আইনশৃঙ্খলারক্ষী বাহিনীর গুলিতে আহতদের খোঁজ নিতে হাসপাতালে যান ড. ইউনূস।
প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো বার্তায় জানানো হয়, হাসপাতালটিতে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যারয়ের আট শিক্ষার্থীসহ অন্তত ১১ জন চিকিৎসাধীন রয়েছেন। প্রধান উপদেষ্টা হাসপাতালটি পরিদর্শন করে তাদের স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজ নেন।
হাসপাতালের পরিচালক কাজী দীন মোহাম্মদ বলেন, হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন চার শিক্ষার্থী। উপদেষ্টা তাদের দেখতে গিয়েছেন। ওই চারজনই মাথায় গুলিবিদ্ধ হয়েছেন। ক্রমে তাদের অবস্থার উন্নতি হচ্ছে বলেও জানান এই চিকিৎসক।
প্রধান উপদেষ্টার পরিদর্শনের সময় হাসপাতালটির যুগ্ম পরিচালক বদরুল আলমসহ অন্যান্য চিকিৎসকরা উপস্থিত ছিলেন।