নিহত সবুজ ঢাকা কলেজের শিক্ষার্থী
- আপডেট সময় : ০৩:২৩:২৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪ ২৩১ বার পড়া হয়েছে
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের মধ্যে মঙ্গলবার ঢাকা কলেজের সামনে নিহত যুবকের নাম সবুল আলী। তিনি ঢাকা কলেজের ১৮-১৯ সেশনের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন।
মঙ্গলবার মধ্যরাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া সবুজ আলীর পরিচয় নিশ্চিত করেন।
বাচ্চু মিয়া জানান, নিহত সবুজ আলী ঢাকা কলেজের ১৮-১৯ সেশনের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন। থাকতেন নর্থ হলের ২০৫ নম্বর রুমে। তার গ্রামের বাড়ি নীলফামারীর ভবানন্দহাটের আরাজি দলুয়া বাংলা বাজার এলাকায়। বাবার নাম বাদশা আলী এবং মায়ের নাম সূর্য বানু।
মঙ্গলবার (১৬ জুলাই) বিকাল সোয়া ৫টা নাগাদ দুই পথচারী যুবককে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তাৎক্ষণিক যুবকের পরিচয় পাওয়া যায়নি। পরে সিআইডির ক্রাইম সিন ইউনিট এসে তার পরিচয় শনাক্ত করে।