নোটিশে সীমাবদ্ধ, প্রতিষ্ঠান বন্ধ করলেন না কে? দোকান মালিক সমিতির প্রশ্ন
- আপডেট সময় : ০৩:৪৮:২২ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪ ৩০০ বার পড়া হয়েছে
ফায়ার সার্ভিসের তরফে বলা হয়েছে, ভবন মালিককে তিনবার নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু মালিক নোটিশের তোয়াক্কা করেননি। এমন অবস্থায় বাংলাদেশ দোকান মালিক সমিতির প্রশ্ন ঝুঁকিপূর্ণ ভবনটি বন্ধ করলেন না কেন?
অথচ নিয়ম বর্হিভূত ঘটনা ঘটিয়ে বছরের পর বছর নোটিশ করে কোনো ব্যবস্থা হয়নি, বরং কেন সেই প্রতিষ্ঠান বন্ধ করা হয়নি, সেই প্রশ্ন ছুঁড়ে দিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।
শনিবার (২ মার্চ) বেইলি রোডে পুড়ে যাওয়া ভবন পরিদর্শনে এসে এই প্রশ্ন তোলেন হেলাল। বলেন, যারা রেগুলেটরি বোর্ডে রয়েছে, তাদের কোনো শাস্তি হয় না, তারা শুধু নোটিশ দেন। নোটিশ বড় কোনো ব্যবস্থা না, আপনারা কেন সেই প্রতিষ্ঠান বন্ধ করলেন না, সেটা এখন প্রশ্ন?
যারা এই ভবনে ব্যবসার অনুমতি দিয়েছে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান এই ব্যবসায়ীর। তিনি বলেন, আমরা াার এই ধরণের ঘটনা প্রত্যক্ষ করতে চাই না। দোষীদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে এমনটি জানিয়ে হেলাল বলেন, তা যদি কোনো ব্যবসায়ীর বিরুদ্ধে হয় বা কোনো সংস্থার বিরুদ্ধে হয়।
হেলাল উদ্দিন বলেন, সবকিছু বাণিজ্যিকিকরণ করবেন, সেটার মাধ্যমে মানুষের জীবন চলে যাবে, এটা হতে পারে না। সে রেগুলেটরি বোর্ডের সমস্য হোক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে সরকার।