পরানপুর উচ্চ বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- আপডেট সময় : ৫৯৭ বার পড়া হয়েছে
ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের পরানপুর উচ্চ বিদ্যালয় ও পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০ টায়,পরানপুর উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ বাবলু সরদার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর সদর ৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য, আব্দুল কাদের আজাদ (এ কে আজাদ)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা, মাচ্চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহিদ মুন্সী সহ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জিব কুমার শিকদার।
বিদ্যালয়ের একতলা ভবনের উর্দ্ধমুখী সম্প্রসারণের কাজ সম্পাদনের জন্য স্থানীয় সংসদ সদস্য যাবতীয় ব্যবস্থা নেবেন বলে জানান। এ ছাড়াও বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজের জন্য নগদ এক লক্ষ টাকা অনুদান প্রদান করেন স্থানীয় সংসদ সদস্য। পড়ালেখার পাশাপাশি শারীরিক কসরত করতে মনোযোগী হতে বলেন শিক্ষার্থীদের। তিনি দরিদ্র , অসহায় এবং মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখার ব্যয়ভার বহনের আশ্বাস দেন।


















