পরীমনির সঙ্গে অবৈধ সম্পর্কের জেরে চাকরি খোয়াচ্ছেন এক গোয়েন্দা কর্মকর্তা
- আপডেট সময় : ০২:৩৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪ ২০৩ বার পড়া হয়েছে
ঢাকাই নায়িকা পরীমনি-গোয়েন্দা আধিকারীকের অনৈতিক সম্পর্কের জেরে চাকরী খোয়াচ্ছেন ঢাকার এক গোয়েন্দা আধিকারী। তদন্তে বেড়িয়ে এসেছে, গোয়েন্দা কর্মকর্তা গোলাম সাকলায়েনের সঙ্গে নায়িকা পরীমনির বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। সাকলায়েন পরীমনির বাসায় গিয়ে রাত্রি যাপন করতেন। স্ত্রী অবর্তমানে সাকলায়েনের সরকারি বাসায় গিয়েও রাত্রিযাপন করেছেন পরীমনি।
স্বরাষ্ট্র মন্ত্রকের জননিরাপত্তা বিভাগ থেকে ১৩ জুন পাবলিক সার্ভিস কমিশনে (পিএসসি) দেওয়া চিঠিতে এসব তথ্য উল্লেখ করে বলা হয়েছে, সরকারি কর্মচারীর অসদাচরণের কারণে সাকলায়েনকে গুরুদন্ড হিসেবে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদানের প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
পুলিশ অধিদপ্তরের এলআইসি শাখা (বৈধ আড়িপাতার দায়িত্বে থাকা) থেকে পাওয়া সাকলায়েনের মুঠোফোনের সিডিআর (বিস্তারিত কল রেকর্ড প্রতিবেদন) বিশ্লেষণ করে তদন্তকারীরা দেখেছেন, ২০২১ সালের ৪ জুলাই থেকে পরের এক মাসে সাকলায়েন বিভিন্ন সময়ে (দিনে ও রাতে) নায়িকা পরীমনির বাসায় অবস্থান করেছেন।
নায়িকা পরীমনির মুঠোফোনের ফরেনসিক প্রতিবেদন পর্যালোচনায় তদন্তকারীরা দেখেছেন, পরীমনির সঙ্গে সাকলায়েনের কথোপকথন চলত। তা সাধারণ পরিচিতি বা পেশাগত প্রয়োজনে স্থাপিত কোনো সম্পর্কের নয়, বরং অনৈতিক প্রেমের সম্পর্ক। রাজারবাগ পুলিশ অফিসার্স কোয়ার্টার্সে নায়িকা পরীমনির যাতায়াতের সিসিটিভি (ক্লোজড সার্কিট ক্যামেরা) ফুটেজ রয়েছে।
পরীমনি ২০২১ সালের ১ আগস্ট সাকলায়েনের বাসায় যান এবং প্রায় ১৭ ঘণ্টা অবস্থান করে ২ আগস্ট রাত দেড়টায় পরীমনি বাসা থেকে বেড়িয়ে আসেন। তদন্ত শেষে গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপকমিশনার ও বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক।
চিঠিতে আরও বলা হয়েছে, সাকলায়েন পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা হয়ে সরকারি দায়িত্বের বাইরে নায়িকা পরীমনির সঙ্গে অতিমাত্রায় ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেন পরীমনির সঙ্গে জন্মদিন উদ্যাপন এবং নিজের সরকারি বাসভবনে নিজ স্ত্রীর অবর্তমানে সময় কাটানোর মতো ঘটনা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এ ঘটনায় সাকলায়েনের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। তাঁকে কারণ দর্শানোর সুযোগ দেওয়া হয়েছে। তিনি অভিযোগ থেকে অব্যাহতির দাবি করেছিলেন। তবে জবাব সন্তোষজনক হয়নি।
২০২১ সালের ৯ জুন রাতে সাভার থানার ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে ১৪ জুন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে মামলা করেছিলেন পরীমনি। সেই মামলার তদন্ত তদারক কর্মকর্তা ছিলেন সাকলায়েন। পরীমনির সঙ্গে সম্পর্কের অভিযোগ ওঠার পর তাঁকে বদলি করা হয়েছিল এবং তদন্ত কমিটি গঠিত হয়েছিল।