পিরোজপুরের দুটি আসনে জামায়াতের প্রার্থী হচ্ছেন আল্লামা সাঈদীর দুই ছেলে

- আপডেট সময় : ০১:৪০:৩৭ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫ ১০২ বার পড়া হয়েছে
পিরোজপুরের দুটি সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হচ্ছেন দলটির সাবেক নায়েবে আমীর ও পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রখ্যাত মুফাসসিল আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর দুই পুত্র মাসুদ সাঈদী ও শামীম সাঈদী।
এদের মধ্যে পিরোজপুর-১ আসন (ইন্দুরকানী-পিরোজপুর সদর-নাজিরপুর) থেকে প্রার্থী হচ্ছেন আল্লামা সাঈদীর সেজ ছেলে ইন্দুরকানী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী এবং পিরোজপুর-২ আসন (ভান্ডারিয়া-কাউখালী-নেছারাবাদ) থেকে প্রার্থী হচ্ছেন আল্লামা সাঈদীর মেজ ছেলে শামীম সাঈদী। গত ৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে ভান্ডারিয়া উপজেলা অডিটরিয়ামে আয়োজিত এক মতবিনিমিয় সভায় পিরোজপুর জেলার ৩টি আসনের প্রার্থীদের নাম ঘোষনা করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এ্যাড. মোয়াজ্জেম হোসেন হেলাল। দলের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পিরোজপুর-২ আসনে (ভান্ডারিয়া-কাউখালী-নেছারাবাদ) থেকে প্রার্থী করা হয়েছে আল্লামা সাঈদীর মেজ ছেলে শামীম সাঈদীকে। এর আগে চলতি বছরের শুরুর দিকেই পিরোজপুর-১ আসনে (ইন্দুরকানী-পিরোজপুর সদর নাজিরপুর) মাসুদ সাঈদীকে প্রার্থী ঘোষনা করা হয়েছিল। বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী পিরোজপুরসহ সারা পৃথিবীতে একজন জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন। পিরোজপুরে তার পরিবারের বিপুল জনপ্রিয়তা রয়েছে। এই জনপ্রিয়তাকে কাজে লাগাতে জামায়াতে ইসলামী তার দুই ছেলেকে পিরোজপুরের দুটি আসনে প্রার্থী ঘোষনা করেছে।
প্রার্থীতার বিষয়ে জানতে চাইলে মাসুদ সাঈদী বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী আমাদের দুই ভাইকে পিরোজপুরের দুটি আসনে প্রার্থী মনোনীত করে আমাদের উপর যে মহান দায়িত্ব অর্পন করেছে তা আমানতদারিতার সাথে পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহর দয়া ও জনগনের ভালবাসা নিয়েই আমাদের পথ চলবো। আমাদের সম্মানিত পিতা শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী যেভাবে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের সেবা করে গেছেন আমরাও তেমনি পিতার মত জনগনের পাশে থেকে তাদের সেবা করতে চাই। পিরোজপুরকে মাদক, সন্ত্রাস ও দূর্নীতি মুক্ত করে একটি উন্নত বাসযোগ্য নগরী হিসাবে গড়ে তুলতে চাই। সর্বস্তরে জবাবদিহি মূলক শাসন ব্যবস্থা কায়েম করতে চাই। ৭১’র মহান মুক্তিযুদ্ধ ও ২৪’র বৈষম্যহীন সুখী সমৃদ্ধশালী একটি রাষ্ট গড়ার চেতনায় আমরা তরুনদের সাথে নিয়ে কাজ করবো। স্বপ্নের সোনার বাংলা গঠনের জন্য তরুণ নেতৃত্ব গড়ে তোলাই হবে আমাদের লক্ষ্য।
তিনি আরও বলেন, এই পিরোজপুরে অবকাঠামোগত উন্নয়ন, রাস্তা, ব্রীজ, কালভার্টসহ উন্নয়নমূলক কর্মকান্ড যা কিছু দৃশ্যমান তার নব্বই ভাগই আমার শহীদ পিতা আল্লামা সাঈদীর হাতে গড়া। তার পরে এই আসনে অনেকেই সংসদ সদস্য ছিলেন। কিন্তু এই এলাকার মানুষ স্বাক্ষী এলাকার উন্নয়নে তারা তেমন কোনো কাজই করেননি। সবচেয়ে বড় কথা সাধারণ মানুষ তাদের কাছে পৌঁছতেই পারেননি। আমরা এই জায়গাটিতে পরিবর্তন আনতে চাই। আল্লাহ তায়ালার দয়ায় আমরা দুই ভাই নির্বাচিত হলে সর্বস্তরের মানুষের কথা শুনার জন্য আমরা প্রস্তুত থাকবো, সুখে-দুঃখে সবসময় তাদের পাশেই থাকবো, এলাকার সার্বিক উন্নয়নে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ।