পুলিশের সেবা প্রদানের মূলকেন্দ্র থানা : আইজিপি
- আপডেট সময় : ০৭:০১:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪ ৩৪৩ বার পড়া হয়েছে
নিরীহ ও অসহায়দের সমস্যার সমাধান থানাতেই করে দেওয়ারও আহ্বান জানান আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, পুলিশের সেবা প্রদানের মূলকেন্দ্র থানা। থানাকে জনগণের আস্থা ও ভরসার স্থানে পরিণত করতে চাই আমরা। দেশের নাগরিকেরা যাতে সহজে, নির্ভয়ে থানায় আসতে পারেন, তাদের সমস্যার কথা বলতে পারেন, সেটি নিশ্চিত করতে হবে।
নিরীহ ও অসহায়দের সমস্যার সমাধান থানাতেই করে দেওয়ারও আহ্বান জানান আইজিপি।
বাংলাদেশে মাদক, জঙ্গি ও সন্ত্রাসবাদের কোনো স্থান নেই। জঙ্গিবাদ-সন্ত্রাসবাদে বাংলাদেশের ঈর্ষণীয় সাফল্য দেখিয়েছে। বুধবার রাজারবাগে আইজি ব্যাজ প্রদান অনুষ্ঠানে একথা বলেন আইজিপি।
তিনি বলেন, পুলিশ বাহিনীর সদস্যদের বিরুদ্ধে মাদক সেবন ও ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ পাওয়া আসলে কোনো ছাড় দেওয়া হবে না। অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি আইনি ব্যবস্থাও নেওয়া হবে।