প্রকৃতির খেয়ালীপনা পদ্মা পারে!
- আপডেট সময় : ১১:৫২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ২০০ বার পড়া হয়েছে
চৈত্রের মাঝামাঝি সময়ে প্রকৃতির খেয়ালীপনা লক্ষ্য করা গেলে পদ্মা পারে! গ্রীষ্মের খড়তাপের পরিবর্তে ঘণকুয়শায় আচ্ছন্ন মাদারীপুর। অনুভূত হয় শীত। মাদারীপুরে বৃহস্পতিবারের (২৮ মার্চ) ভোরের আকাশ ছিলো ঘন কুয়াশায় ঢাকা।
জেলার শিবচর উপজেলার বিভিন্ন স্থান প্রায় কুয়াচ্ছন্ন। হালকা বাতাসে শিশিরকণার উপস্থিতি। কিন্তু তাপমাত্রা প্রায় স্বাভাবিক। কুয়াশায় পথ দুষ্কর হয়ে ওঠে। বেলা বাড়ার সঙ্গে কুয়াশার পরিমাণও বাড়ে। জেলার নদ-নদী তীরবর্তী এলাকাতে ঘণ কুয়াশা। আড়িয়াল খাঁ নদের তীরবর্তী এলাকায় চরাঞ্চল ও আশপাশে ঘন কুয়াশা চাদর।
ঘন কুয়াশার কারণে এক্সপ্রেসওয়েতে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। স্থানীয় সড়কেও একই অবস্থা। কুয়াশার কারণে স্থানীয় বাজারে লোকজনের আনাগোনা কিছুটা কম।
স্থানীয় একাধিক কৃষকরা জানান, বুধবার বিকেলের বৃষ্টি হয়েছে। রাত পেরুতেই সকালবেলা জমাট কুশায়ায় ঢাকা। ফসলের ক্ষেতে জমাট শিশির। মনে হয় বৃষ্টি হয়েছে।