সংবাদ শিরোনাম ::
ফেনীর কালিপালে ধস্তাধস্তীতে একজনের মৃত্যু, ভুয়া সাংবাদিক সহ ৩জন আটক

এম এ রহমান দুলাল ভুইয়া ফেনী জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ০১:৪৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫ ৩৫ বার পড়া হয়েছে
৫ ই এপ্রিল ফেনী শহরের কালিপালে ছিনতাই চক্রের সাথে ধস্তাধস্তিতে একজনের মৃত্যু হয়েছে । এই ধস্তাধস্তি কারী ভুয়া সাংবাদিক হাসান মাহমুদ সহ তিন ছিনতাইকারীকে স্হানীয় এলাকাবাসী আটক করে উত্তম মাধ্যম দিয়ে ফেনী সদর মডেল থানা পুলিশের নিকট সোপর্দ করেছে । ঘটনার বিবরনে জানা যায় কালিপালের ভুইয়া মার্কেটের ভাড়াটিয়া ওয়েল্ডিং ওয়াকসপ মালিক ফেনী ছাগলনাইয়া উপজেলার পাঠান নগর ইউনিয়নের বাসিন্দা জিয়া উদ্দিন টিপু। কিন্ত এই জিয়া উদ্দিন টিপু ওয়েল্ডিং ব্যবসাকে সাইনবোর্ড সর্বস্ব রেখে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ বিভিন্ন মহাসড়কে ছিনতাই চক্রের হোতা হিসাবে থাকার খবর কালিপাল ভুইয়া মার্কেট মালিক ফরিদ উদ্দিন ভুইয়ার পুএ জিয়া উদ্দিন জানতে পারায় তার ওয়েলডিং গ্যারেজ ভাড়াটিয়া জিয়া উদ্দিন টিপুকে দোকান ঘর ছেড়ে দিয়ে এই এলাকা ছেড়ে চলে যেতে বলায় উক্ত ওয়েডিং ওয়াকসপ মলিক জিয়া উদ্দিন টিপু তার বহুদিনের দোকানভাড়া না দিয়ে দোকানের মধ্যে সামান্য কিছু মালামাল রেখে পালিয়ে যায় ।
এরপর ৫ই এপ্রিল উক্ত জিয়া উদ্দিন টিপু ছিনতাই চক্রের সাঙ্গ পাঙ্গরা এসে ভুইয়া মার্কেট মালিক জিয়া উদ্দিনের নিকট তার ভাড়াটিয়া জিয়া উদ্দিন টিপুর নিকট অনেক টাকা পাওনা আছে এবং এই পাওনা টাকার জন্য টিপুর দোকানের মালামাল সমুহ ওদের দিয়ে দিতে হুমকি ধামকি দিতে থাকে ।
ঘটনার আকস্মিকতায় উক্ত দোকানে রাখা ছিনতাই কাজে ব্যবহার কৃত বিভিন্ন সরঞ্জাম সহ ভুয়া সাংবাদিক হাসান মাহামুদ সহ আরও দুজন আসামী সিফাত (২৬) পিতা মোস্তফা সাং পশ্চিম সিলুয়া ছাগলনাইয়া,সায়েম (২২) পিতা আবু বক্কর নতুন রানীর হাট থানা ফেনী। তাদের বিরুদ্ধে মামলা রুজুর প্রস্তুতি চলছে।ভুয়া সাংবাদিক হাসান মাহমুদের গলায় সাপ্তাহিক জনপ্রিয় পত্রিকার কার্ড পাবলিক ছিঁড়ে ফেলে।গত তিন বছর পুর্বে হাসান মাহমুদকে গলায় ফেন্সিডিলের বোতল জুতা লাগিয়ে উলঙ্গ করে স্থানীয় জনতা রাস্তায় রাস্তায় ঘোরায় সে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। হাসান মাহমুদের বাড়ি ফেনী সদরের মঠ বাড়িয়া ধর্মপুর ইউনিয়নে। সাংবাদিকতার লেবাসে একটি সাপ্তাহিক পত্রিকার রিপোর্টার ও মানবাধিকার নেতার পরিচয় দিয়ে মানুষকে হুমকি ধমকি দিয়ে চাঁদা নিতেন। নিজকে বড় মাপের সাংবাদিক পরিচয় দিয়ে ছিনতাই কারি মাদক বিক্রেতাদের সাহস ও সমর্থন দিতো। আজকে জনতার আদালতে তাদের পাপ ধরাপড়ে এবং গন মাইরের শিকার হন।এদিকে নিহত দোকান মালিক জিয়া (৪৮)এর আকস্মিক মৃত্য মেনে নীতে পারছেনা তার আত্নীয় স্বজন।