ফেনী সদর উপজেলার সাব রেজিস্ট্রার জেলা রেজিস্ট্রারের দায়িত্বে
- আপডেট সময় : ৪৫ বার পড়া হয়েছে
ফেনী সদর উপজেলার সাব রেজিস্ট্রার আবদুর রহমান তানিম অতিরিক্ত দায়িত্বে জেলা রেজিস্ট্রারের দায়িত্ব প্রাপ্ত হন । গত বৃহস্পতিবার আইন বিচার ও সংসদ মন্ত্রনালয়ের নিবন্ধন অধিদপ্তরের এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয় । বিগত প্রায় একমাসের অধিক সময় সাবেক জেলা রেজিস্ট্রারের বদলি জনিত কারনে এ শুন্যতা সৃষ্টি হয় । যার কারনে প্রায় ৩০০ প্রবাসীদের বিবাহ জনিত বিশাল কর্মজগ্গতে অনেকে সংশ্লিষ্ট দূতাবাস সমুহে ভিষা বাতিল হওয়ার উপক্রম হয়েছে । এ সন্কট উওোরনে বর্তমান দায়িত্ব প্রাপ্ত অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত জেলা রেজিস্ট্রার আবদুর রহমান তানিম জানান । যদিও গত ১৬ ই অক্টোবর পরিপএ জারিকৃত হয় কিন্ত সংশ্লিষ্ট মন্ত্রনালয় হতে ১৯ শে অক্টোবর বিকাল ৪ – ৩০ মিঃ অর্পন করা হয় । আমার সামর্থ মোতাবেক জরুরী ভিক্তিতে এ সংকট সমাধানে প্রয়োজনীয় সকল ব্যবস্হা গ্রহন করবো। যাতে একজন লোকও ক্ষতিগ্রস্হ না হন । প্রাপ্ত তথ্য মতে জানা যায় যে বিকাল ৪ – ৩০ মিঃ কনর্ফারমেশন পাওয়া মাএই ওনার সকল অফিস কর্মচারীদের নিয়ে জরুরী ভিক্তিতে কর্ম সন্পাদন শুরু করেছেন ।




















