ফের বন্যার আশঙ্কায় সুনামগঞ্জ বাসী
- আপডেট সময় : ০৯:০৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪ ১৯৯ বার পড়া হয়েছে
সুনামগঞ্জে ফের বন্যার আশঙ্কায় ভাবিয়ে তোলছে হাজারো মানুষকে। ঈদের পর দিন থেকে সুনামগঞ্জ বাসীর জন্য কোন প্রকারের সুখব নেই। এরমধ্যে বৃষ্টি থেমে রোদ ওঠার পর পরিস্থিতি কিছুটা উন্নতি হয়।
কিন্তু গত দুদিনের বৃষ্টি ফের সুনামগঞ্জবাসীর কপালে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। রোবারও ভারী বর্ষণ হয়েছে সিলেট-সুনামগঞ্জে।
সুনামগঞ্জে থেমে থেমে বৃষ্টিপাত আর পাহাড়ি ঢলে আবারও বাড়ছে নদ-নদী আর হাওরের পানি।
সীমান্তবর্তী বিভিন্ন নদী আর ছড়া দিয়ে প্রবল বেগে ঢুকছে ভারতের ঢলের পানি। এতে বন্যার শঙ্কা দেখা দিয়েছে তাহিরপুর, বিশ্বম্ভরপুর, সদর, দোয়ারাবাজার ও ছাতকের সীমান্তবর্তী এলাকায়।
তবে বৃষ্টিপাত বন্ধ হলে এই ঢলের পানি দ্রুত ভাটিতে নেমে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে জেলার প্রধান নদী সুরমার পানি ২৪ ঘণ্টায় ২৩ সেন্টিমিটার বেড়েছে। তবে এখনো সুনামগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ৪২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে সুরমা নদীর পানি।
পাউবো আরও জানায়, বিগত ২৪ ঘণ্টায় মেঘালয়ের চেরাপুঞ্জিতে ১৮৭ মিলিমিটার ও সুনামগঞ্জে ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, আগামী ৭২ ঘণ্টা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি আর পাহাড়ি ঢলের পানিতে বাড়ছে নদী ও হাওরের পানি। আগামী ৭২ ঘণ্টায়ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আবারও বন্যা দেখা দিতে পারে।