বগুড়া কারাগার থেকে ৪ ফাঁসির কয়েদীর পলানোর আধ ঘন্টার মধ্যে গ্রেপ্তার
- আপডেট সময় : ৪৩১ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা এলাকার নজরুল ইসলাম মজনু (কয়েদি নং ৯৯৮), নরসিংদীর মাধবদী উপজেলার ফজরকান্দি এলাকার আমির হোসেন (কয়েদি নং ৫১০৫), বগুড়ার কাহালু পৌরসভার মেয়র আব্দুল মান্নানের ছেলে মো. জাকারিয়া (কয়েদি নং ৩৬৮৫) এবং বগুড়ার কুটুরবাড়ি পশ্চিমপাড়া এলাকার ফরিদ শেখ (কয়েদি নং ৪২৫২)।
মৃত্যুপ্রাপ্ত ৪জনই বগুড়া জেলা কারাগারে বন্দী। কিন্তু কারাগার থেকে পালিয়ে যাবার পরিকল্পনা অনুযায়ী কারাগারের ছাদ ফুটো করে। এরপর মঙ্গলবার দিবাগত গভীর রাতে ৪ বন্দী পালিয়ে যায়।
এ ঘটনার বিষয়ে বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, তিনি রাত ৩টায় খবর পান বগুড়া কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি পালিয়েছে। পরে রাত সাড়ে তিনটার দিকে পুলিশ তাদের গ্রেফতার করে।

বুধবার সকালে বগুড়া জেলা পুলিশের তরফে সংবাদ সম্মেলনে এ তথ্য জাইনয়ে বলা হয়, কারাগারের ছাদ ফুটো করে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ কয়েদিকে বগুড়া শহরের মাছবাজার এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
কারাগার থেকে চার কয়েদীর পালানোর সংবাদ পেয়ে গ্রেপ্তারে মাঠে নামে পুলিশের একাইধক টিম। এবং পালানোর মাত্র আধ ঘন্টা পরই তাদের গ্রেপ্তারে সক্ষম হয় পুলিশ।






















