বাগেরহাটে খারদ্বার কারীমিয়া বহুখী কওমী মাদ্রাসার আজীবন সদস্য সম্মেলন অনুষ্ঠিত
 
																
								
							
                                - আপডেট সময় : ৩৫২ বার পড়া হয়েছে
বাগেরহাটে খারদ্বার কারীমিয়া বহুখী কওমী মাদ্রাসার বরকত পরশিত ৩১৩ আজীবন সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রæয়ারী) দুপুরে বায়তুল কারীম জামে মসজিদে অনুষ্ঠিত আজীবন সদস্য সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খারদ্বার কারীমিয়া বহুখী কওমী মাদ্রাসার মহতামিম হাফেজ মাওলানা অধ্যাক্ষ আব্দুল আউয়াল সাহেব।
আজীবন সদস্য সম্মেলনের সভাপতিত্ব করেন খারদ্বার কারীমিয়া বহুখী কওমী মাদ্রাসার সভাপতি মাস্টর মোঃ মোজাহার আলী সরদার।
এ বরকত পরশিত ৩১৩ আজীবন সদস্য সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক ও অত্র মাদ্রাসার জমিদাতা
সদস্য মোঃ সুজন মোল্লা, জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি  সরদার লিয়াতক আলী, খারদ্বার জামে মসজিদের সাধারন সম্পাদক সরদার নাসির উদ্দিন লনি, বাগেরহাট প্রেসক্লাবের সহ সভাপতি এস এম রাজ, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা আতিকুর রহমান রাসেল, ওমর আলী ফকির, বাগেরহাট
আন্ত জেরা বাস মালিক সমিতিন সদস্য সচিব ফকির শহিদুল ইসলাম, সদস্য জসিম সরদার  সহ অত্র মাদ্রাসার সদস্যরা।
 
																			



















