সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যার হুমকি
বিএনপির সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ৩৯ বার পড়া হয়েছে
নোয়াখালীর সোনাইমুড়ীতে বিএনপি নেতা কে হত্যার হুমকি ও সোনাইমুড়ী বাজারে লাঠি মিছিলের নামে সন্ত্রাস সৃষ্টির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার দুপুরে সোনাইমুড়ী বাজারস্থ বিএনপি কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে সোনাইমুড়ী উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা অভিযোগ করেন, ৯নং দেওটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ রনিকে সম্প্রতি জামায়াত-শিবিরের কতিপয় কর্মী প্রকাশ্যে ও সোস্যাল মিডিয়ায় হত্যার হুমকি দিয়েছে। এছাড়াও তারা সোনাইমুড়ী বাজারে লাঠি মিছিলের নামে এলাকায় ভীতি ও সন্ত্রাস সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।
একজন রাজনৈতিক কর্মীকে হত্যার হুমকি এবং জনবহুল এলাকায় লাঠি মিছিলের মাধ্যমে সন্ত্রাস সৃষ্টির অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা অবিলম্বে মোঃ রনিকে হত্যার হুমকিদাতাদের এবং লাঠি মিছিলে অংশগ্রহণকারী সন্ত্রাস সৃষ্টিকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক দিদার হোসেন, পৌরসভা বিএনপির আহবায়ক মোতাহের হোসেন মানিক, উপজেলা বিএনপির সদস্য সচিব কুতুব উদ্দিন সানি, যুগ্ম আহবায়ক মাসুদের রহমান, জেলা স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক নুর মোহাম্মদ মিলন, সদস্য সচিব আয়ুব পাটোয়ারীl
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



















