বিদ্যুতের তারে একই পরিবারের ৫ জনের মৃত্যু
- আপডেট সময় : ১২:০৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪ ২৬৮ বার পড়া হয়েছে
বাংলাদেশের মৌলভীবাজারের জুড়ীতে বজ্রপাতে বিদ্যুতের তার ছিঁড়ে ঘরের চালে পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু হয়েছে। আহত শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) উপজেলার পূর্ব গোয়ালবাড়ীর ঘরের ওপর বিদ্যুতের তার ছিঁড়ে পড়লে এই মমৃান্তিক দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় স্বামী-স্ত্রী ও তিন সন্তানসহ পরিবারের ৫ জনের মৃত্যু হয়।
উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের দক্ষিণ গোয়ালবাড়ি গ্রামের ভাঙার পাড় এলাকার এক বাড়িতে এ ঘটনা কথা জানান, জুড়ি থানার ওসি এস এম মাঈনুদ্দিন জানান।
মৃতদের মধ্যে রয়েছে, ফয়জুর রহমান (৫০), তার স্ত্রী শিরি বেগম (৪৫), তাদের মেয়ে সামিয়া (১৫), সাবিনা (৯) এবং ছেলে সায়েম উদ্দিন (৭)।
সোনিয়া আক্তার নামে ১২ বছর বয়সী আরেক শিশু আহত হয়েছে। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে ।
গোয়ালবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহবুদ্দিন আহমেদ মেমন ও স্থানীয় ইউপির সদস্য এমদাদুল ইসলাম চেীধুরী মাছুম সংবাদমাধ্যমকে জানান, ফয়জুর রহমানের টিনের ঘরের ওপর দিয়ে পল্লী বিদ্যুতের লাইন গিয়েছে। ভোরে বজ্রপাতে লাইন ছিঁড়ে তাদের ঘরের চালে পড়েছে।
ধারণা করা হচ্ছে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করেছিলেন। সে সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন।