ঢাকা ০২:১৮ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
সংবাদ শিরোনাম ::

বুধবার থেকে কমতে পারে তাপমাত্রা

গণমুক্তি রিপোর্ট
  • আপডেট সময় : ১২:৫৭:৩১ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ ১৪৯ বার পড়া হয়েছে

ফাইল ছবি

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

বাংলাদেশে তাপপ্রবাহ চলার ২৯ দিনের মাথায় আগারগাঁও আবহাওয়া অফিস আভাস দিয়েছে, আগামী বুধবার ( ১ মে) বৃষ্টিপাত হতে পারে এবং তখন থেকে তাপমাত্রার পারদ নামতে শুরু করবে।

আবহাওয়া অফিস জানায়, ৩১ মার্চ থেকে টানা তাপপ্রবাহ চলে আসছে। আজ সোমবার (২৯ এপ্রিল) টানা তীব্র তাপপ্রবাহ ২৯ দিনে পা রাখলো।

অতিরিক্ত তাপপ্রবাহের কারণে বিভিন্ন বয়সের মানুষ অসুস্থ হয়ে পড়ছে। বিশেষ করে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। দেশের বিভিন্ন হাসপাতালগুলো অসুস্থ শিশুদের নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে অভিভাবকদের।

তাপপ্রবাহের মধ্যেই রোববার দেশের শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়। কিন্তু দাবদাহের অপরিবর্তন এবং এতোটাই নাজুক পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে, ৫ জেলায় আজ সোমবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিকালে এনিয়ে পরবর্তী সিদ্ধান্ত আসার কথা রয়েছে।

জানা গেছে, রোববার (২৮ এপ্রিল) হিট স্ট্রোকে শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনীতিক, ব্যবসায়ী, কৃষকসহ ১৭ জনের মৃত্যু হয়েছে। আবহাওয়া অফিস জানায়, এর আগে একদিনে হিট স্ট্রোকে এত মানুষের মৃত্যুর কোন রেকর্ড নেই। এদিন পঞ্চম দফায় হিট এ্যলার্ট জারি করে আবহাওয়া দপ্তর।

আবহাওয়ার এই সতর্কবার্তা ৭২ ঘণ্টা অব্যাহত থাকবে। তাপপ্রবাহের কারণে ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী এই ৫ জেলার জেলার সকল ধরণের শিক্ষাপ্রতিষ্ঠান সোমবার বন্ধ ঘোষণা করা হয়েছে।

রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিল যশোরে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বুধবার থেকে কমতে পারে তাপমাত্রা

আপডেট সময় : ১২:৫৭:৩১ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

 

বাংলাদেশে তাপপ্রবাহ চলার ২৯ দিনের মাথায় আগারগাঁও আবহাওয়া অফিস আভাস দিয়েছে, আগামী বুধবার ( ১ মে) বৃষ্টিপাত হতে পারে এবং তখন থেকে তাপমাত্রার পারদ নামতে শুরু করবে।

আবহাওয়া অফিস জানায়, ৩১ মার্চ থেকে টানা তাপপ্রবাহ চলে আসছে। আজ সোমবার (২৯ এপ্রিল) টানা তীব্র তাপপ্রবাহ ২৯ দিনে পা রাখলো।

অতিরিক্ত তাপপ্রবাহের কারণে বিভিন্ন বয়সের মানুষ অসুস্থ হয়ে পড়ছে। বিশেষ করে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। দেশের বিভিন্ন হাসপাতালগুলো অসুস্থ শিশুদের নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে অভিভাবকদের।

তাপপ্রবাহের মধ্যেই রোববার দেশের শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়। কিন্তু দাবদাহের অপরিবর্তন এবং এতোটাই নাজুক পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে, ৫ জেলায় আজ সোমবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিকালে এনিয়ে পরবর্তী সিদ্ধান্ত আসার কথা রয়েছে।

জানা গেছে, রোববার (২৮ এপ্রিল) হিট স্ট্রোকে শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনীতিক, ব্যবসায়ী, কৃষকসহ ১৭ জনের মৃত্যু হয়েছে। আবহাওয়া অফিস জানায়, এর আগে একদিনে হিট স্ট্রোকে এত মানুষের মৃত্যুর কোন রেকর্ড নেই। এদিন পঞ্চম দফায় হিট এ্যলার্ট জারি করে আবহাওয়া দপ্তর।

আবহাওয়ার এই সতর্কবার্তা ৭২ ঘণ্টা অব্যাহত থাকবে। তাপপ্রবাহের কারণে ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী এই ৫ জেলার জেলার সকল ধরণের শিক্ষাপ্রতিষ্ঠান সোমবার বন্ধ ঘোষণা করা হয়েছে।

রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিল যশোরে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস।