বৃষ্টিতে ভিজে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আন্দোলনকারীদের বিক্ষোভ
- আপডেট সময় : ০৪:০৬:১০ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪ ১৩২ বার পড়া হয়েছে
বৃষ্টিতে ভিজে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আন্দোলনকারীরা বিক্ষোভ করেছে। এ সময় পুলিশের ব্যারিকেড ভেঙ্গে আদালত প্রাঙ্গণে প্রবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বুধবার (৩১ জুলাই) বেলা ১১টা থেকে আদালতের প্রবেশপথে এ বিক্ষোভ মিছিল শুরু হয়।
আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিক্ষোভে অংশ নিয়েছেন চট্টগ্রাম আদালতের বিএনপি-জামায়াত সমর্থিত একাধিক আইনজীবী।
আদালতের প্রবেশপথে আন্দোলনকারীদের বিক্ষোভের কারণে কোনও গাড়ি প্রবেশ এবং বের হতে বিঘ্ন ঘটে। কর্মসূচি শুরুর পর থেকে আদালত সড়কে যান চলাচল বন্ধ থাকে।
আন্দোলনকারীদের একজন আবদুল মোনাফ বলেন, কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এদিন দেশজুড়ে আদালত প্রাঙ্গণে আমাদের কর্মসূচি রয়েছে। সারা দেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা, গণগ্রেফতার, হামলা-মামলা, গুম-খুনের প্রতিবাদে এবং ছাত্রসমাজের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে ‘মার্চ ফর জাস্টিস’ নামে কর্মসূচি পালন করা হচ্ছে।
শিক্ষার্থীদের পূর্বনির্ধারিত এ কর্মসূচি শুরুর আগে আদালতের প্রবেশপথ থেকে শুরু করে জেলা পরিষদ মার্কেটসহ আশপাশের এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য করা হয়। আদালতে বিনা কারণে আসা লোকজনকে উঠতে দেওয়া হয়নি। বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা দল বেঁধে পুলিশের ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশ করেন। এরপর আদালতের প্রবেশপথে সোনালী ব্যাংকের সামনে অবস্থান নেন।
আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের একটি অংশ আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করে।
ঘটনাস্থলে থাকা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এস ওবায়েদুল হক এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।