ভান্ডারিয়ায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ওয়ার্ল্ড ভিশনের উপহার হস্তান্তর
- আপডেট সময় : ০৬:২৮:২৬ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪ ৫০ বার পড়া হয়েছে
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ভান্ডারিয়া এরিয়া প্রোগ্রামের আওতায় হংকং সরকারের বিশেষ সহায়তায় ভান্ডারিয়া উপজেলার ৪২২০ টি পরিবারের মাঝে উপহার হস্তান্তরের চলমান কার্যক্রমের ধারাবাহিকতায় সোমবার দুপুরে ভান্ডারিয়া থানা বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে ১০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে স্বাস্থ্য সুরক্ষা ও খাদ্য সামগ্রী হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের ডেপুটি ডিরেক্টর রাজু উইলিয়াম রোজারিও, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের হিউম্যানেটারিয়ান ইমারজেন্সী এ্যাফেয়ার মানেজার রাহাত আরা সিরাজুম মনির, ভান্ডারিয়া এরিয়া প্রোগ্রাম ম্যানেজার-লিন্ডা দফো।
অন্যান্য অতিথির মধ্যে ছিলেন পিরোজপুর এরিয়া প্রোগ্রাম মানেজার মিল্টন সিং, ভান্ডারিয়া প্রোগ্রাম অফিসার সুবাস জয়ধর ও জুনিয়র প্রোগ্রাম অফিসার লাভলী খাতুন কমিউনিটি এসোসিয়েট নীল নন্দিতা রিচিল, অর্চি ডেমী রিচিল প্রমূখ।
রাহাত আরা সিরাজুম মনির তার বক্তব্যে উপকারভোগীরা যেন উপহার সামগ্রী যথাযথভাবে ব্যাবহার করতে পারেন সে বিষয়ে আলোচনার পাশাপাশি উপকারভোগী নির্বাচন প্রক্রিয়া, বিতরন যথাযথ ও স্বচ্ছভাবে হচ্ছে কিনা সে বিষয় পরিদর্শন করে।
রাজু উইলিয়াম রোজারিও তার বক্তব্যে বলেন “ রেমালে ঘটে যাওয়া ক্ষতি ভান্ডারিয়াবাসী অনেকাংশে পূরণ করে ফেলেছেন। তবে এখন যে সহায়তা পাচ্ছেন, সেটা ক্রয় করতে আপনাদের যে অর্থ খরচ হতো, তা আপনারা আয়বর্ধক কাজে ব্যয় করলে সেটা আপনাদের কাজে লাগবে।”
উল্লেখ্য হংকং সরকারের বিশেষ প্রশাসনিক অঞ্চল এর সহায়তায় ৪২২০ টি পরিবারের মধ্যে এখন পর্যন্ত মোট ৩০০০ পরিবারের মাঝে উপহার হস্তান্তর করা হয় এবং পর্যায়ক্রমে বাকী পরিবারকেরও পর্যায়ক্রমে প্রদান করা হবে।