ভারত-বাংলাদেশ বাণিজ্য ক্ষেত্রে সমস্যা হবে না: অর্থ উপদেষ্টা
- আপডেট সময় : ০৭:৫৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪ ৫৩ বার পড়া হয়েছে
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলেছেন, চলমান পরিস্তিতিতে ভারতের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। ভারত থেকে চাল আমদানি করবো কি করবে না এগুলো বিষয় নয়। যারা প্রতিযোগিতামূলক মূল্যে দেবে, দ্রুত দেবে এবং কোয়ালিটি… সেখান থেকে নেব।
সেটা ভারত বা ভিন্ন দেশ হতে পারে। ভারত ও মিয়ানমারের সঙ্গে চাল আমদানি নিয়ে হয়েছে। বর্তমান পরিস্থিতিতে ভারতের সঙ্গে ব্যবসা-বাণিজ্যে কোন প্রভাব পড়বে না। বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনি পরিষ্কারভাবেই জবাব দেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
পশ্চিমবঙ্গের একজন রাজনীতিবিদ বলেছেন বাংলাদেশে কিছু রপ্তানি করবে না, এনিয়ে কূটনৈতিক দেনদরবার করছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সালেহউদ্দিন আহমেদ বলেন, সেটা কূটনৈতিকরা দেখবেন, উগ্র রাজনৈতিক বক্তব্য দেবে না। ভারতে চাল, পেঁয়াজ উৎপাদন হয়, যখন অতিরিক্ত থাকে তখন কোথায় বিক্রি করবে?