মহাদেবপুরে সাত হাজার সাতশত ত্রিশ জন চাষি পেলেন কৃষি প্রণোদনা
- আপডেট সময় : ০৪:৩০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪ ৫৫ বার পড়া হয়েছে
নওগাঁর মহাদেবপুরে সাত হাজার সাতশত ত্রিশ জন চাষি পেয়েছেন কৃষি প্রণোদনা। বৃহস্পতিবার (২৪ অক্টোবর ) সকালে প্রণোদনা বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান।
এ উপলক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে নিজস্ব মিলনায়তনে আয়োজিত সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার প্রধান অতিথি।উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শিল্পী রায় এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: খুরশিদুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ এতে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ আলী জানান, চলতি ২০২৪-২০২৫ অর্থবছরে রবি মৌসুমে গম,ভুট্টা, সরিষা,সূর্যমুখী, চিনাবাদাম,শীতকালীন পিয়াজ,মুগ,মসুর,খেসারি ও অড়হড় বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার জন্য বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও অন্যান্য উপকরণ বিতরণের ব্যবস্থা করা হয়েছে।
এর আওতায় এবার এক হাজার ৫০ জন কৃষকের প্রত্যেকের মধ্যে এক বিঘা জমির জন্য ২০ কেজি গম বীজ, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি, ৮০ জন কৃষকের প্রত্যেকের মধ্যে এক বিঘা জমির জন্য ভুট্টা বীজ ২ কেজি,২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার, ছয় হাজার ১৫০ জন কৃষকের প্রত্যেকের মধ্যে এক বিঘা জমির জন্য ১ কেজি সরিষার বীজ, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি,বিশ জন কৃষকের প্রত্যেকের মধ্যে এক বিঘা জমির জন্য ১ কেজি সূর্যমুখী বীজ, ১০ কেজি ডিএপি,১০ কেজি এমওপি।
দশ জন কৃষকের প্রত্যেকের মধ্যে এক বিঘা জমির জন্য ১০ কেজি চীনাবাদাম বীজ,১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার,৭০ জন কৃষকের প্রত্যেকের মধ্যে ১ কেজি পেঁয়াজের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, ৬০ জন কৃষকের প্রত্যেকের মধ্যে ৫ কেজি মুগের বীজ,১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার,৯০ জন কৃষকের প্রত্যেকের মধ্যে ৫ কেজি মসুর বীজ,১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার, ৪০ জন কৃষকের প্রত্যেকের মধ্যে ৮ কেজি খেসারি বীজ,১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার এবং ১৬০ জন কৃষকের প্রত্যেকের মধ্যে ২ কেজি অড়হড় বীজ,৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরন করা হবে।