মহিমান্বিত রাতে মসজিদে মসজিদে ইবাদত-বন্দেগিতে মসগুল ধর্মপ্রাণ মানুষ
- আপডেট সময় : ১১:০০:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪ ৩২৯ বার পড়া হয়েছে
পবিত্র শবে রাত তথা মহিমান্বিত রাতে মসজিদে মসজিদে ইবাদত-বন্দেগিতে মসগুল লাখো ধর্মপ্রাণ মানুষ। ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ সকল মসজিদে রাতভর নফল নামাজ আদায়ে ব্যস্ত দেখা গিয়েছে হাজারো মুসল্লিদের।
এই রাতে বিভিন্ন কবরস্থানে আত্মীয়-পরিজনদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। গবীর-দুঃখি মানুষদের মধ্যে সাধ্যানুযায়ী দান করেন ধর্মপ্রাণ মানুষ। বিভিন্ন স্থানে অসহায় মানুষদের মাঝে খাবারও বিতরণ করা হয়।
রোববার যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে দেশজুড়ে পালন করা হচ্ছে পবিত্র শবে বরাত। এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময় মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, কোরআন তেলওয়াত ও জিকির-আসকারে মগ্ন রয়েছেন।
ইসলাম ধর্মে গুরুত্বপূর্ণ চারটি রাতের অন্যতম শবে বরাতের রাত। এই রাতে পরম করুণাময় তাঁর বান্দার জন্য খুলে দেন রহমত আর দয়ার ভাণ্ডার। এই রজনী জানান দেয় রমজানের আগমনী বার্তা। এক মাস সিয়াম সাধনার আগে শবে রবাত উপলক্ষে নফল রোজা এবং নফল নামাজের মধ্য দিয়ে মূলত মুসল্লিরা রমজানের প্রাক-প্রস্তুতি নেওয়ার সুযোগ পান।
এশার নামাজকে কেন্দ্র করে রাজধানীর সকল মসজিদে উপচেপড়া ভিড়। নানা বয়সী মুসল্লিরা জামাতে নামাজ আদায় করেন। পবিত্র শবে বরাত উপলক্ষে সোমবার (২৬ ফেব্রুয়ারি) সরকারি ছুটি।