মুক্তিপণ মেটানোর পর মুক্ত বাংলাদেশি জাহাজ
- আপডেট সময় : ০৫:৪৯:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪ ২৭৬ বার পড়া হয়েছে
মুক্তিপণ মেটানোর শেষে ৩১ দিন পর সোমালিয়া জলদস্যুদের কবল থেকে মুক্তি মিললো বাংলাদেশি জাহাজ ও নাবিকদের।
গত ১২ মার্চ ভারত মহাসাগরে ২৩ নাবিকসহ বাংলাদেশি জাহাজটি জিম্মি করে জাহাজটি সোমালিয়া উপকূলে নিয়ে যায় সোমালিয়ান জলদস্যুরা।
জলদস্যুদের দাবিকৃত ডলার মেটানো শেষে বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত সোয়া তিনটা নাগাদ নাবিকসহ জাহাজটি মুক্ত হবার খবর জানায় মালিকপক্ষ।
দর-কষাকষির পর দস্যুদের সঙ্গে সমঝোতা আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর আভাস ঈদের আগেই আভাস দিয়েছিল মালিকপক্ষ। তার ওপর নির্ভর করে বলা হয়েছিলো, ঈদের আগেই জিম্মি জাহাজ মুক্ত হবার আশা করা হয়েছিলো।
বাংলাদেশি জাহাজ কর্তৃপক্ষের একজন কর্মকর্তা শাহরিয়ার জাহান রাহাত সংবাদমাধ্যমকে বলেছেন, জিম্মি মুক্ত কয়লা বোঝাই জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওয়ানা হয়ে গেছে।
জাহাজটি মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে ভারত সাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়েছিল।