ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫

মোহাম্মদপুরে ডাকাতি , গ্রেপ্তার ৮জনের পাঁচজন বিভিন্ন বাহিনীর চাকরিচ্যুত সদস্য : র‌্যাব

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৩:০৩:০৭ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ ২১৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

মোহাম্মদপুরের তিন রাস্তার মোড় বেড়িবাঁধ এলাকায় জমি ও ইট-বালু ব্যবসায়ী আবু বকরের বাসায় শুক্রবার শনিবার ভোররাতে ডাকাতি হয়।

পুলিশ সূত্র জানায়, যৌথ বাহিনীর পরিচয় দিয়ে ডাকাতেরা বাসায় ঢুকে ডাকাতি করে। এ সময় ৭৫ লাখ টাকা ও ৭০ ভরি সোনা লুট কওে নিয়ে যায়। ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ জব্দ করা হয়েছে।

এ ঘটনায় আবু বকর বাদী হয়ে শনিবার রাতে মোহাম্মদপুর থানায় মামলা করেন।

এ ঘটনায় শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮জনকে গ্রেপ্তার করা হয়। এসময় ডাকাতির ৭ লাখ টাকাও উদ্ধার করা হয় বলে জানায় র‌্যাব।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস রোববার (১৩ অক্টোবর) সংবাদমাধ্যমকে বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৫জন বিভিন্ন বাহিনীর চাকরিচ্যুত সদস্য। তাদের কাছ থেকে সোনার একটি ব্রেসলেট ও আংটি উদ্ধার করা হয়েছে।

সেনাবাহিনী ও র‌্যাবের পোশাক পরে সংঘবদ্ধ ডাকাত দল একটি বাসা থেকে সাড়ে ৭৫ লাখ টাকা ও ৬০ ভরি স্বর্ণালংকার লুট করে। এ ঘটনায় ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

১১ জনের মধ্যে আটজনকে গ্রেফতার করেছে পুলিশের এলিট ফোর্স র‌্যাব এবং তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর (গোয়েন্দা) পুলিশ। একই সঙ্গে ডাকাতির ঘটনায় লুট করা সাত লাখ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন জানান, গত শুক্রবার দিনগত রাতে মোহাম্মদপুরের তিন রাস্তার মোড় বেড়িবাঁধ এলাকায় ব্যবসায়ীর বাসায় ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযান চলমান।

জানতে চাইলে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস সংবাদমাধ্যমকে বলেন, গ্রেফতার ১১ জনের মধ্যে ৫ বিভিন্ন বাহিনীর চাকরিচ্যুত সদস্য। বাকি তিনজন সাধারণ মানুষ। তাদের কাছ থেকে সোনার একটি ব্রেসলেট ও আংটি উদ্ধার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মোহাম্মদপুরে ডাকাতি , গ্রেপ্তার ৮জনের পাঁচজন বিভিন্ন বাহিনীর চাকরিচ্যুত সদস্য : র‌্যাব

আপডেট সময় : ০৩:০৩:০৭ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪

 

মোহাম্মদপুরের তিন রাস্তার মোড় বেড়িবাঁধ এলাকায় জমি ও ইট-বালু ব্যবসায়ী আবু বকরের বাসায় শুক্রবার শনিবার ভোররাতে ডাকাতি হয়।

পুলিশ সূত্র জানায়, যৌথ বাহিনীর পরিচয় দিয়ে ডাকাতেরা বাসায় ঢুকে ডাকাতি করে। এ সময় ৭৫ লাখ টাকা ও ৭০ ভরি সোনা লুট কওে নিয়ে যায়। ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ জব্দ করা হয়েছে।

এ ঘটনায় আবু বকর বাদী হয়ে শনিবার রাতে মোহাম্মদপুর থানায় মামলা করেন।

এ ঘটনায় শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮জনকে গ্রেপ্তার করা হয়। এসময় ডাকাতির ৭ লাখ টাকাও উদ্ধার করা হয় বলে জানায় র‌্যাব।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস রোববার (১৩ অক্টোবর) সংবাদমাধ্যমকে বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৫জন বিভিন্ন বাহিনীর চাকরিচ্যুত সদস্য। তাদের কাছ থেকে সোনার একটি ব্রেসলেট ও আংটি উদ্ধার করা হয়েছে।

সেনাবাহিনী ও র‌্যাবের পোশাক পরে সংঘবদ্ধ ডাকাত দল একটি বাসা থেকে সাড়ে ৭৫ লাখ টাকা ও ৬০ ভরি স্বর্ণালংকার লুট করে। এ ঘটনায় ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

১১ জনের মধ্যে আটজনকে গ্রেফতার করেছে পুলিশের এলিট ফোর্স র‌্যাব এবং তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর (গোয়েন্দা) পুলিশ। একই সঙ্গে ডাকাতির ঘটনায় লুট করা সাত লাখ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন জানান, গত শুক্রবার দিনগত রাতে মোহাম্মদপুরের তিন রাস্তার মোড় বেড়িবাঁধ এলাকায় ব্যবসায়ীর বাসায় ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযান চলমান।

জানতে চাইলে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস সংবাদমাধ্যমকে বলেন, গ্রেফতার ১১ জনের মধ্যে ৫ বিভিন্ন বাহিনীর চাকরিচ্যুত সদস্য। বাকি তিনজন সাধারণ মানুষ। তাদের কাছ থেকে সোনার একটি ব্রেসলেট ও আংটি উদ্ধার করা হয়েছে।